Sunday 09 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২০

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
৯ মার্চ ২০২৫ ১৪:৫৬

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে উপজেলার বনভূমি গ্রামে দুই পক্ষের সংঘর্ষ ঘটে

সুনামগঞ্জ: জেলার দিরাইয়ে দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন গুলিবিদ্ধসহ ২০ জন আহত হয়েছেন।

রোববার (৯ মার্চ) দুপুরে গ্রামের জমি সংক্রান্ত বিরোধের জের ধরে উপজেলার বনভূমি গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লুৎফুর ও মুক্তিযোদ্ধা আশিকের জমি নিয়ে দখল নিয়ে তর্কবির্তকের এক পর্যায়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ জড়ালে সাবেক চেয়ারম্যানের পক্ষের লোকজন অবৈধ অস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলি ছুঁড়তে থাকে। এতে সংঘর্ষে থাকা প্রায় ১৫ জন গুলিবিদ্ধ হন।

দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ‘আমরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। মূলত জমি সংক্রান্ত জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে প্রায় ১৫ জন গুলিবিদ্ধসহ দুই পক্ষের ২০ জন আহত হয়েছেন। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।’

সারাবাংলা/এসডব্লিউ

আহত গুলিবিদ্ধ জমি নিয়ে বিরোধ সংঘর্ষ সুনামগঞ্জ

বিজ্ঞাপন

এখনই ওয়ানডে ছাড়ছেন না রোহিত
১০ মার্চ ২০২৫ ০১:৫৬

আরো

সম্পর্কিত খবর