Monday 28 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চ্যাম্পিয়নস ট্রফি
টানা ১২ টস হারে লারার পাশে রোহিত

স্পোর্টস ডেস্ক
৯ মার্চ ২০২৫ ১৫:০৬ | আপডেট: ৯ মার্চ ২০২৫ ১৫:২১

আবার টসে হারলে রোহিত

টসের কয়েকটা যেন তার সাথে একটু রাগই করেছে! নাহলে টস করতে নেমে কেন বারবারই হেরে যাচ্ছেন রোহিত শর্মা। চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষেও টসের লড়াইয়ে জিততে পারলেন না রোহিত। কিউইদের বিপক্ষে টসে হেরে লজ্জার রেকর্ডও গড়েছেন ভারতীয় অধিনায়ক। টানা টস হারের বিশ্বরেকর্ডে ব্রায়ান লারার পাশে বসলেন রোহিত।

২০২৩ বিশ্বকাপের ফাইনাল থেকে শুরু। এরপর রোহিত শর্মা দলকে নেতৃত্ব দিয়েছেন ১১ ম্যাচে। ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টসে হারের পর আজ পর্যন্ত এই ফরম্যাটে টসে জেতা হয়নি রোহিতের। ২০২৩ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের মার্চ, দেড় বছরে টানা ১২ ম্যাচে টসে হেরে গেছেন রোহিত। এবারের চ্যাম্পিয়নস ট্রফিতেও টানা ৪ ম্যাচে টসে হেরেছেন রোহিত।

বিজ্ঞাপন

আর এতেই লজ্জার এক রেকর্ডও গড়লেন রোহিত। ওয়ানডে ইতিহাসে টানা টস হারের রেকর্ডে ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ব্রায়ান লারার পাশে বসলেন তিনি। ১৯৯৮ সালের অক্টোবর থেকে ১৯৯৯ সালের মে পর্যন্ত টানা ১২ ওয়ানডেতে টসে হেরেছিলেন লারা। এতদিন একাই শীর্ষে ছিলেন এই লজ্জার রেকর্ডের তালিকায়।

রোহিত আজ ছাড়িয়ে গেছেন টানা ১১ টস হারা নেদারল্যান্ডস অধিনায়ক পিটার বোরোনকে। ২০১১ সালের মার্চ থেকে ২০১৩ সালের আগস্ট পর্যন্ত টানা টসে হেরেছিলেন ডাচ অধিনায়ক।

রোহিতের সঙ্গে নতুন রেকর্ড গড়েছে ভারতও। টানা ১৫ ওয়ানডেতে টসে হারলেন তারা। ওয়ানডে ইতিহাসে একটানা টসে হারার নতুন রেকর্ড এটাই। এর মাঝে রোহিত হেরেছেন ১২ টস, সূর্যকুমার যাদব হেরেছেন ৩টি।

সারাবাংলা/এফএম

চ্যাম্পিয়নস ট্রফি টস নিউজিল্যান্ড ফাইনাল ব্রায়ান লারা ভারত রোহিত শর্মা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর