নারী-শিশু ধর্ষণের ঘটনায় দোষীদের বিচারের দাবিতে ময়মনসিংহে মানববন্ধন
৯ মার্চ ২০২৫ ১৫:১৫
ময়মনসিংহ: নারী-শিশু ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় দোষীদেও গ্রেফতার ও বিচারের দাবিতে ময়মনসিংহে মানববন্ধন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখা।
রোববার (৮ মার্চ) দুপুরে নগরীর ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে মানববন্ধনে বক্তারা নারী ও শিশু ধর্ষণসহ সকল নির্যাতনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি করেন।
এ সময় বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত, বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় সহ সভাপতি ফেরদৌস আরা মাহমুদা হেলেন, জেলা সহ সভাপতি লীলা রায়, সাধারণ সম্পাদক ফাহমিদা ইয়াসমিনসহ সুশীল সমাজের
নেতারা।
বক্তারা বলেন, সারাদেশে হত্যা-ধর্ষণসহ নারী ও শিশু নির্যাতনের ঘটনা বেড়েই চলেছে। ৩ বছরের কন্যা শিশু থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীও ধর্ষণের শিকার হচ্ছে। যত দ্রুত সম্ভব ট্রাইব্যুনাল গঠন করে কঠোর শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা।
সারাবাংলা/এনজে