Monday 10 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, মবতন্ত্র চলছে দেশে: জিএম কাদের

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ মার্চ ২০২৫ ১৬:৩৪ | আপডেট: ৯ মার্চ ২০২৫ ১৮:৩৭

ঢাকা: আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির পাশাপাশি দেশে এখন মবক্রেসী বা মবতন্ত্র চলছে- বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

তিনি বলেন, দেশের আইন শৃংখলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। প্রতিদিন এই অবস্থা আরো খারাপ হচ্ছে। সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তা নেই।

রোববার (৯ মার্চ) নিজ বনানীস্থ কার্যালয়ে দলের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে গোলাম মোহাম্মদ কাদের এসব কথা বলেন।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, রাজনীতির নামে ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটতরাজের জন্য উচ্ছৃঙ্খল জনতার অভাব হয় না। বিনা বাধায় মানুষকে অত্যাচার, নির্যাতন ও হেনস্তা করার যেন লাইসেন্স পেয়ে গেছে এ উচ্ছৃঙ্খল জনতা। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে দেশে মবক্রেসী বা মবতন্ত্র চলছে। সরকার ঘনিষ্ঠ ভাবাদর্শের এ সকল জনতাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাধা দিচ্ছে না। অনেক ক্ষেত্রে পরোক্ষভাবে সহায়তা করছে বা করতে বাধ্য হচ্ছে। এ সুযোগে বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা যে কাউকে আওয়ামী লীগ বা আওয়ামী লীগের দোসর ট্যাগ দিয়ে তার সহায় সম্পদ লুটপাট করতে পারছে।

তিনি বলেন, সম্প্রতি গুলশানের একটি বাড়িতে লুটপাটের ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে, অথচ লুটের ঘটনায় ৮০/৯০ জন মানুষ উপস্থিত ছিল- বলে সংবাদ মাধ্যমের খবরে জানা যায়। বাকিরা কী কারণে দায় মুক্তি পেল, বোঝা গেল না। ঢালাওভাবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিগত সরকারের দোসর হিসেবে চিহ্নিত করা হচ্ছে। এতে করে তাদের মনোবল দুর্বল করে দেয়া হয়েছে। তারা দায়িত্ব পালনকে অনেক ক্ষেত্রেই ঝুঁকিপূর্ণ মনে করছে, যে কারণে দায়িত্ব এড়িয়ে যাচ্ছে। তাদের জন্য সুনির্দিষ্ট দিক-নির্দেশনা দেয়া হচ্ছে বলেও মনে হচ্ছে না। এভাবে বেশি দিন চলতে থাকলে দেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে বলে আশঙ্কা হয়।

বিজ্ঞাপন

গোলাম মোহাম্মদ কাদের আরও বলেন, অন্যদিকে দেশে কাজের সুযোগ সৃষ্টি হচ্ছে না। বাড়ছে বেকারত্ব। এরই মধ্যে প্রতিদিনই নিত্যপণ্যের দাম বেড়ে আকাশচুম্বী হচ্ছে। এসব কারণে দেশে অভুক্ত ও অর্ধভুক্ত মানুষের সংখ্যা বাড়ছে।

মতবিনিময় সভায় জাপা মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, এডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর সিকদার লোটন, মো. জসীম উদ্দিন ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান সুলতান আহমেদ সেলিম, মো. শাহজাহান মিয়া, যুগ্ম মহাসচিব সামসুল হক, এবিএম লিয়াকত হোসেন চাকলাদার, চেয়ারম্যানের প্রেস সেক্রেটারী খন্দকার দেলোয়ার জালালী, সম্পাদক মন্ডলীর সদস্য কাজী আবুল খায়ের, মাহমুদ আলম, এমএ রাজ্জাক খান, ইঞ্জিনিয়ার এলাহান উদ্দিন, যুগ্ম-সম্পাদক মেজবাহ উদ্দিন মিলন, জাতীয় শ্রমিক পার্টির সভাপতি মেফতাহ উদ্দিন জসিম, সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ শান্ত, জাতীয় তরুণ পার্টির আহ্বায়ক মো. জাকির হোসেন মৃধা প্রমুখ উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এএইচএইচ/আরএস

গোলাম মোহাম্মদ কাদের জাতীয় পার্টি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর