Monday 10 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাবনায় জাল দলিল দিয়ে জমি খারিজের চেষ্টা, আটক ১

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
৯ মার্চ ২০২৫ ১৭:১০

আটক যুবক মমতাজুল হাসান ইমন

পাবনা: পাবনা সদর উপজেলা ভূমি অফিসে জাল দলিল দিয়ে জমি খারিজ করতে গিয়ে অফিসের কর্মকর্তা-কর্মচারীদের হাতে মমতাজুল হাসান ইমন (২৭) নামে এক যুবক আটক হয়েছেন।

আটক ইমন পাবনা সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের পাঁচবাড়িয়া গ্রামের মিজানুর রহমান মিঠুর ছেলে। থানায় লিখিত অভিযোগসহ তাকে পুলিশে দেওয়া হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, দাপুনিয়া ইউনিয়নের পাঁচবাড়িয়া গ্রামের মিনাজ আলী, দিয়ানত আলী প্রামাণিক, জোসনা খাতুন, তারা খাতুন, তোতা বেগম ১২ শতাংশ জমি খারিজ করার জন্য অনলাইনে আবেদন করেন। আবেদনের সঙ্গে জমা দেওয়া দলিল পাবনা সদর উপজেলা সহকারী কমিশনানের (ভূমি) সন্দেহজনক মনে হলে সেটি যাচাই বাছাই করে নকল প্রমাণিত হয়।

পাবনা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুরাদ হোসেন বলেন, ‘রোববার (৯ মার্চ) আবেদনের শুনানির দিন সকালে ইমন আবেদনকারী মিনাজ আলীর নাতি পরিচয়ে আবেদন পত্রের সঙ্গে জমা দেওয়া নকল দলিলে সার্টিফাইড কপিসহ আমার কার্যালয়ে উপস্থিত হয়। এ সময় কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীরা ইমনকে আটক করে পুলিশে দেয়। এ ঘটনায় দাপুনিয়া ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা রেশমা খাতুন বাদী হয়ে ৬ জনকে অভিযুক্ত করে সদর থানায় মামলা দায়ের করেছেন।’

সারাবাংলা/এসডব্লিউ

আটক জমি খারিজের অভিযোগ পাবনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর