নতুন দলের নিবন্ধনের জন্য গণবিজ্ঞপ্তি জারি আগামীকাল
স্টাফ করেসপন্ডেন্ট
৯ মার্চ ২০২৫ ১৭:১৭ | আপডেট: ৯ মার্চ ২০২৫ ১৭:২৮
৯ মার্চ ২০২৫ ১৭:১৭ | আপডেট: ৯ মার্চ ২০২৫ ১৭:২৮
ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক নতুন দলগুলোকে নিবন্ধন নেওয়ার জন্য আবেদন আহ্বান করতে যাচ্ছে নির্বাচন কমিশন(ইসি)।
জানা গেছে, আগামীকাল (১০ মার্চ) গণবিজ্ঞপ্তি জারি করবে সংস্থাটি।
রোববার (৯ মার্চ) ইসির অতিরিক্ত সচিব কেএম আলী নেওয়াজ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, আগামীকাল সোমবার (১০ মার্চ) নতুন দলেগুলোর কাছে থেকে নিবন্ধন আবেদন আহ্বানের জন্য গণবিজ্ঞপ্তি জারি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইতোমধ্যে কমিশন এ সিদ্ধান্ত অনুমোদন দিয়েছে। আবেদন করা যাবে ২০ এপ্রিল পর্যন্ত।
উল্লখ্য, দেশে বর্তমান নির্বাচন কমিশনের নিবন্ধিত ৪৯টি রাজনৈতিক দল রয়েছে।
সারাবাংলা/এনএল/আরএস