Monday 10 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন দলের নিবন্ধনের জন্য গণবিজ্ঞপ্তি জারি আগামীকাল

স্টাফ করেসপন্ডেন্ট
৯ মার্চ ২০২৫ ১৭:১৭ | আপডেট: ৯ মার্চ ২০২৫ ১৭:২৮

‎ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক নতুন দলগুলোকে নিবন্ধন নেওয়ার জন্য আবেদন আহ্বান করতে যাচ্ছে নির্বাচন কমিশন(ইসি)।

জানা গেছে, আগামীকাল (১০ মার্চ) গণবিজ্ঞপ্তি জারি করবে সংস্থাটি।

‎রোববার (৯ মার্চ) ইসির অতিরিক্ত সচিব কেএম আলী নেওয়াজ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

‎তিনি বলেন, আগামীকাল সোমবার (১০ মার্চ) নতুন দলেগুলোর কাছে থেকে নিবন্ধন আবেদন আহ্বানের জন্য গণবিজ্ঞপ্তি জারি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইতোমধ্যে কমিশন এ সিদ্ধান্ত অনুমোদন দিয়েছে। আবেদন করা যাবে ২০ এপ্রিল পর্যন্ত।

‎উল্লখ্য, দেশে বর্তমান নির্বাচন কমিশনের নিবন্ধিত ৪৯টি রাজনৈতিক দল রয়েছে।

‎সারাবাংলা/এনএল/আরএস

গণবিজ্ঞপ্তি নতুন দলের নিবন্ধন নির্বাচন কমিশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর