Monday 10 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উপমহাদেশের প্রখ্যাত গাইনোকোলজিস্ট চিকিৎসক টি এ চৌধুরী আর নেই

স্টাফ করেসপন্ডেন্ট
৯ মার্চ ২০২৫ ১৭:১৯

অধ্যাপক ডা. এ এইচ এম তৌহিদুল আনোয়ার চৌধুরী (টি এ চৌধুরী) আর নেই

উপমহাদেশের প্রখ্যাত গাইনোকোলজিস্ট এবং অবসটেট্রিক্সের কিংবদন্তী স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত চিকিৎসক অধ্যাপক ডা. এ এইচ এম তৌহিদুল আনোয়ার চৌধুরী (টি এ চৌধুরী) আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

রোববার (৯ মার্চ) বার্ধক্যজনিত কারণে নিজ বাসায় মারা গেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার মৃত্যুর খবর জানিয়েছেন গাইনোকোলজী এবং অবসটেট্রিক্স বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সেহেরিন ফরহাদ সিদ্দিকা।

বিজ্ঞাপন

ডা. টি এ চৌধুরী ১৯৩৭ সালের ১০ অক্টোবর ঢাকায় জন্মগ্রহণ করেন। ঢাকা মেডিকেল কলেজ থেকে তিনি ১৯৬০ সালে এমবিবিএস পাশ করেন এবং গাইনোকোলজীতে অনার্স মার্কসহ প্রথম স্থান অধিকার করেন। তিনি সরকারী বৃত্তি নিয়ে ইংল্যান্ডে যান এবং গাইনোকোলজী ও অবসটেট্রিক্সকে বিশেষ বিষয় হিসেবে নিয়ে ‘রয়েল কলেজ অব সার্জনস অব এডিনবার্গ’ থেকে এফআরসিএস করেন। তিনি একবারের চেষ্টাতেই ‘রয়েল কলেজ অব অবসটেট্রিশিয়ান এ্যান্ড গাইনোকোলজিস্ট’ থেকে ১৯৬৫ সালে MRCOG পরীক্ষায় পাশ করেন।

ইংল্যান্ড থেকে ফিরেই তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে সহযোগী অধ্যাপক হিসেবে যোগদান করেন। ছয় বছর পর তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজে বদলী হন এবং সেখানে সহযোগী অধ্যাপক ও পরবর্তীতে অধ্যাপক হন। ‘ইন্সটিটিউট অব পোস্ট গ্রাজুয়েট মেডিসিন এ্যান্ড রিসার্চে’ (IPGMR) পিজি হাসপাতালে অবসর গ্রহণের আগ পর্যন্ত অবস.এ্যান্ড গাইনোকোলজীর অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন তিনি। প্রতিষ্ঠানটির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন সাত বছর। এরপর ১৯৯৪ সালে অবসর নেন।

অধ্যাপক ডা. টি এ চৌধুরী ‘অবস. এ্যান্ড গাইনোকোলজী সোসাইটি বাংলাদেশে’র প্রতিষ্ঠাতা সেক্রেটারি জেনারেল ছিলেন। পরে এই সোসাইটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।তিনি ‘বাংলাদেশ পেরিনেটাল সোসাইটি’ এবং ‘ফার্টিলিটি এ্যান্ড স্টেরিলিটি বাংলাদেশ’ এর প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট।

বিজ্ঞাপন

তিনি ‘এশিয়া এ্যান্ড ওশেনিয়া ফেডারেশন অব অবস. এ্যান্ড গাইনোকোলজী’র ভাইস প্রেসিডেন্ট এবং ‘সাউথ এশিয়া ফেডারেশন অব অবস. এ্যান্ড গাইনোকোলজী’র প্রেসিডেন্ট ছিলেন। টানা ২০ বছর তিনি বাংলাদেশ কলেজ অব ফিজিসিয়ানস এ্যান্ড সার্জনস এর কাউন্সিলর ছিলেন।

২০২৩ সালে দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা স্বাধীনতা পদক লাভ করেন কিংবদন্তী চিকিৎসক অধ্যাপক ডা. টি এ চৌধুরী।

সারাবাংলা/এমএইচ/এসডব্লিউ

অধ্যাপক এ এইচ এম তৌহিদুল আনোয়ার চৌধুরী (টি এ চৌধুরী) গাইনোকোলজিস্ট মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর