Sunday 09 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সমতাভিত্তিক সমাজ গঠন নারী উন্নয়নের মূলমন্ত্র: বাংলাদেশ ট্রাস্ট

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ মার্চ ২০২৫ ১৮:০২ | আপডেট: ৯ মার্চ ২০২৫ ১৯:২৪

ঢাকা: নারী পুরুষ পারষ্পারিক শ্রদ্ধা প্রদর্শনের মাধ্যমে সমাজে সহিংসতার অবসান হতে পারে। আজকের কন্যা আগামী দিনের নারী। নারী ও কন্যার উন্নয়নকে বাদ দিয়ে একটি জাতির সার্বিক উন্নয়ন সম্ভব নয়। নারী উন্নয়ন কেবলমাত্র নারীদের জীবনমানের উন্নতি নয়। অধিকার প্রতিষ্ঠা ও ক্ষমতায়নের মাধ্যমে সমতাভিত্তিক সমাজ গঠন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন নারী উন্নয়নের মূলমন্ত্র। প্রতিবছর ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়ে আসছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে “অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন”।

বিজ্ঞাপন

রোববার (৯ মার্চ ) রাজধানীতে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। ‘সর্বক্ষেত্রে জেন্ডার বৈষম্য দূর করে নারীর প্রতি সম্মান, সমানাধিকার ও সহিংসতা রোধ’ শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োচন করে বেসরকারি সংস্থা ‘ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট’।

ডব্লিউবিবি ট্রাস্ট এর পরিচালক গাউস পিয়ারীর সভাপতিত্বে গোলটেবিল বৈঠকের শুরুতেই নারী দিবসের প্রেক্ষাপট তুলে ধরেন স্বাস্থ্য অধিকার বিভাগের প্রধান সৈয়দা অনন্যা রহমান। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিলড্রেন ওয়াচ ফাউন্ডেশন এর চেয়ারম্যান শাহ ইসরাত আজমেরী ।

সৈয়দা অনন্যা রহমান বলেন, নারীর অধিকার প্রতিষ্ঠা, সমতা ও ক্ষমতায়নে মর্যাদা ও অর্থনৈতিক মুক্তি জরুরি। আন্তর্জাতিক নারী দিবস নারীর কৃতিত্ব, সম্মান ও মর্যাদা প্রাধান্য দিয়েছে। সমাজে মানুষ হিসেবে মর্যাদা দিয়ে নারীর প্রতি সহিংসতা বন্ধ করার পাশাপাশি বৈষম্য কমাতে নারী পুরুষ সকলের এগিয়ে আসতে হবে। সমাজে প্রাতিষ্ঠিানিক, নৈতিক এবং মানবিক শিক্ষার প্রসার ঘটাতে হবে।

শাহ ইসরাত আজমেরী বলেন, কোন একটি বিশেষ দিনকে উপলক্ষ্য করে নয়, নারীর অধিকার রক্ষায় পরিবার, সমাজ ও রাষ্টীয়ভাবে সকলকে এগিয়ে আসতে হবে। সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবে নারীর গৃহস্থালীর কাজের যথাযথ মূল্যায়ন করা হলে নারীদের প্রতি শ্রদ্ধা বাড়বে ও সমাজে সহিংসতা কমে আসবে। পাশাপাশি পারিবারিকভাবেই গৃহস্থালী কাজে পুরুষের সহযোগিতামূলক মনোভাব তৈরি করতে হবে।

গাউস পিয়ারী বলেন, বর্তমান সময়ে বৈশ্বিক ও স্থানীয়ভাবে নারী নেতৃত্বে ইতিবাচক পরিবর্তন এসেছে শিক্ষা ও প্রযুক্তিতে নারী দেখিয়েছে অসাধারণ সাফল্য। নারী তার অসাধারন সৃজনশীলতাকে কাজে লাগিয়ে নিজেকে উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। নারীদের এই সম্ভাবনা ও কর্মদক্ষতাকে উৎপাদনমুখী কাজে সম্পৃক্ত করে উন্নত বাংলাদেশ গড়ার কাঙ্খিত লক্ষ্য অর্জনে এগিয়ে যেতে হবে। কিন্তু বাস্তবতা হচ্ছে সমাজে এখনও জেন্ডার বৈষম্য এবং সামাজিক প্রতিবন্ধকতা বিদ্যমান। কর্মক্ষেত্রে রয়েছে হয়রানি এবং নিরাপত্তার অভাব, স্বাস্থ্যসেবা ও পরিবারিক দায়িত্বে রয়েছে অসম বন্টন।

বিজ্ঞাপন

উপস্থিত বক্তারা বলেন, শ্রদ্ধাপূর্ণ, সহিংসতামুক্ত পরিবার ও সাম্যের সমাজ গঠনের আমাদের সকলের দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনা দরকার। সম্পত্তিতে নারীর অধিকার এখনও অর্জিত হয় নাই। এই বিষয়ে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে। নারীদের আত্মরক্ষামূলক শিক্ষা, মানসিক সুস্থতা রক্ষায় প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে নারী উদ্যেক্তা তৈরিতে অর্থনৈতিক প্রণোদনা দেয়া জরুরি।

সারাবাংলা/এএইচএইচ/আরএস

অন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গেলটেবিল বৈঠক বেসরকারি সংস্থা ‘ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট’।

বিজ্ঞাপন

এখনই ওয়ানডে ছাড়ছেন না রোহিত
১০ মার্চ ২০২৫ ০১:৫৬

আরো

সম্পর্কিত খবর