Sunday 09 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘রমজানে চাঁদাবাজি-ছিনতাই প্রতিরোধে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে’

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ মার্চ ২০২৫ ১৮:০৬

আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গির আলম চৌধুরী

ঢাকা: রমজানে চাঁদাবাজি ও ছিনতাই প্রতিরোধ এবং বিভিন্ন বিপণী বিতানে যাতায়াতকারী ক্রেতা-বিক্রেতাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গির আলম চৌধুরী। তিনি বলেন, এ ব্যাপারে তারা (পুলিশ) সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।

রোববার (৯ মার্চ) আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। তিনি বলেন, রমজান ও আসন্ন ঈদে সাধারণ জনগণের বাড়ি যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে মহাসড়কগুলোতে চাঁদাবাজি ও ছিনতাই রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে’ বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘যে সব অপরাধের ভিডিও ফুটেজ পাওয়া যাবে, সেগুলো সংগ্রহ করে ফ্যাক্ট চেকিং করে অপরাধীদের শনাক্তকরণ করা হবে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এখন কোনো নারী নিরাপত্তাহীন বোধ করলে পুলিশের কাছে গিয়ে সে কি নিরাপত্তা পাবে- এ প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘পুলিশের কাছে গেলে যদি কেউ প্রতিকার না পায় সেটা আমার নজরে আনবেন, আমি ওই পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেব।

সারাবাংলা/জেআর/এনজে

আইন-শৃঙ্খলা চাঁদাবাজি রমজান স্বরাষ্ট্র উপদেষ্টা

বিজ্ঞাপন

এখনই ওয়ানডে ছাড়ছেন না রোহিত
১০ মার্চ ২০২৫ ০১:৫৬

আরো

সম্পর্কিত খবর