Tuesday 30 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিশেষ নিরাপত্তা প্ররক্ষা নির্দেশিকা বাতিল

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ মার্চ ২০২৫ ১৮:২৯ | আপডেট: ৯ মার্চ ২০২৫ ১৯:২৩

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

ঢাকা: গুরুত্বপূর্ণ ও বিশিষ্ট ব্যক্তিদের বিশেষ নিরাপত্তা প্রদানবিষয়ক ‘প্ররক্ষা নির্দেশিকা ২০২৫’ বাতিল করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ফলে এখন থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আর বিশেষ নিরাপত্তা পাবেন না।

রোববার (৯ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক শাখা-৪ থেকে এ সংক্রান্ত এক আদেশ জারি করা হয়।

উপসচিব মো. আমিনুল ইসলামের সই করা আদেশে বলা হয়, উপর্যুক্ত বিষয় ও সুত্রোস্থ স্মারকে এ বিভাগ হতে ৬ মার্চ তারিখে জারিকৃত গুরুত্বপূর্ণ ও বিশিষ্ট ব্যক্তিদের বিশেষ নিরাপত্তা প্রদান বিষয়ে ‘প্ররক্ষা নির্দেশিকা ২০২৫’ এর কার্যকারিতা এতদ্বারা বাতিল করা হলো।

বিজ্ঞাপন
সারাবাংলা/জেআর/পিটিএম
বিজ্ঞাপন

নয়াপল্টনে চলছে কোরআন খতম
৩০ ডিসেম্বর ২০২৫ ১৫:৪৩

আরো