Monday 10 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আহত শাকিলকে দেখতে পঙ্গু হাসপাতালে গেলেন ড. মঈন খান

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ মার্চ ২০২৫ ১৮:৪৭ | আপডেট: ৯ মার্চ ২০২৫ ২০:১২

পঙ্গু হাসপাতালে সড়ক দুর্ঘটনায় আহত শাকিলকে দেখতে গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান

ঢাকা: সড়ক দুর্ঘটনায় আহত শাকিলকে দেখতে হাসপাতালে গেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

রোববার (৯ মার্চ) বিকেলে তিনি পঙ্গু হাসপাতালে যান এবং আহত শাকিলের চিকিৎসার খোঁজখবর নেন। পরে একই হাসপাতালে চিকিৎসাধীন নরসিংদীর পলাশ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সাত্তারের মায়ের খোঁজ-খবর নেন ড. মঈন খান।

এদিকে ড. মঈন খান হাসপাতালে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান হাসপাতালের পরিচালক অধ্যাপক আবুল কেনান। এ সময় ডা. কেএম শরফুদ্দিন আশিক এবং হাসপাতালে কর্মচারী ইউনিয়নের সভাপতি নূর মোহাম্মদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সম্প্রতি ঢাকা-সিলেট মহাসড়কে মোটর সাইকেল দুর্ঘটনায় মারাত্মক আহত হন শাকিল। তিনি ঢাকা টাইমসের বিশেষ প্রতিনিধি সাংবাদিক জাহিদ বিপ্লবের ভাই।

সারাবাংলা/এজেড/এনজে

আহত শাকিল বিএনপি সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর