Sunday 09 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাঙ্গামা‌টি পার্বত্য জেলা প‌রিষদ পুনর্গঠন কেন অবৈধ নয়: হাইকো‌র্ট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ মার্চ ২০২৫ ১৯:০১ | আপডেট: ৯ মার্চ ২০২৫ ১৯:২২

রাঙ্গামাটি পার্বত্য জেলা প‌রিষদ

রাঙ্গামাটি: রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং জেলা পরিষদ পুনর্গঠনের যে আইন আছে সেটি কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক নয় তা জানতে চেয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে জেলা পরিষদ আইন অনুযায়ী প্রত্যেক উপজেলা থেকে সদস্য নিয়োগ না করে এক উপজেলা থেকে দুইজন সদস্য নিয়োগ দেওয়ায় জেলা পরিষদ সদস্য রাঙাবী তঞ্চঙ্গ্যা ও প্রনতি রঞ্জন খীসাকে দায়িত্ব পালন থেকে বিরত থাকার আদেশ দেন হাইকোর্ট।

বিজ্ঞাপন

রোববার (৯ মার্চ) দুপুরে হাইকোর্টের বিচারপ‌তি ফারাহ মাহবুব ও বিচারপ‌তি দেবাশীষ রায় চৌধুরীর দ্বৈত বে‌ঞ্চ এ আদেশ দেন।

২০২৪ সালের ৫ আগস্ট দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর পুনর্গঠিত হয় অন্তর্বর্তীকালীন তিন পার্বত্য জেলা পরিষদ। ৭ নভেম্বর পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় পৃথক তিনটি প্রজ্ঞাপনে তিন পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার ১৫ সদস্য বিশিষ্ট অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করে।

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে সাবেক কৃষি কর্মকর্তা কাজল তালুকদারকে চেয়ারম্যান করে বাকি ১৪ জন সদস্যসহ ১৫ সদস্য বিশিষ্ট পরিষদ নিয়োগ দেয়া হয়। এর মধ্যেই অভিযোগ উঠে, জেলা পরিষদ সদস্য মনোনীত রাঙাবী তঞ্চঙ্গ্যা পাংখোয়া জাতিগোষ্ঠীর মানুষকে বিবাহ করলেও তাকে তঞ্চঙ্গ্যা জাতিগোষ্ঠী থেকে সদস্য মনোনীত করা হয়েছে এবং প্রনতি রঞ্জন খীসা হত্যার মামলার পলাতক আসামি হয়েও তাকে সদস্য করা হয়। এসব অভিযোগ ও পুনর্গঠিত জেলা পরিষদ নিয়ে নানান আলোচনা-সমালোচনার মধ্যেই দায়িত্ব নেয় নতুন পর্ষদ।

এ নিয়ে চার উপজেলাবাসীর (জুরাছড়ি, বরকল, কাউখালী ও রাজস্থলী) পক্ষ থেকে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ, সংবাদ সম্মেলনসহ নানান কর্মসূচি করা হয়। ১০ নভেম্বর দায়িত্ব গ্রহণের দিন রাঙ্গামাটি জেলা পরিষদ চত্বরেই ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে’ বিক্ষোভ করে একদল ছাত্র-জনতা।

এ নিয়ে চলতি বছরের ১২ জানুয়ারি রাঙ্গামাটির চার উপজেলাবাসীর (জুরাছড়ি, বরকল, কাউখালী ও রাজস্থলী) পক্ষে হাইকোর্টে একটি রিট করেন রাজীব চাকমা, জ‌সিম উদ্দিন, পু‌লিন বিহারী চাকমা ও উথান মারমা। রিট আবেদনের শুনানিতে ৯ মার্চ হাইকোর্ট আদেশ দেন। হাইকোর্টে রিটকারীদের পক্ষে ছিলেন হাইকোর্ট বিভাগের আইনজীবী মো. সুলতান উদ্দিন, নিকোলাস চাকমা।

বিজ্ঞাপন

হাইকোর্টের আদেশ নিশ্চিত করে অ্যাডভোকেট মো. সুলতান উদ্দিন বলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন কেন অবৈধ ঘোষণা করা হবে না; একই সঙ্গে জেলা পরিষদ পুনর্গঠনের যে আইনটা আছে সে আইন অনুযায়ী প্রত্যেক উপজেলা থেকে সদস্য না নিয়ে অন্তর্বর্তীকালীন পরিষদ গঠন করা কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক নয়- সেটি জানতে চেয়েছেন। এছাড়া জেলা পরিষদ সদস্য রাঙাবী তঞ্চঙ্গ্যা ও প্রনতি রঞ্জন খীসাকে দায়িত্ব পালন থেকে বিরত থাকার আদেশ দেন হাইকোর্ট।

একই কথা জানিয়েছেন হাইকোর্টে রিটকারী রাজীব চাকমা। তিনি বলেন, রিট আবেদনের শুনানিতে বিজ্ঞ আদালত চার উপজেলা থেকে সদস্য না নিয়ে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন কেন অবৈধ ঘোষণা করা হবে না সেটি জানতে চেয়েছেন। এছাড়া তঞ্চঙ্গ্যা জাতিগোষ্ঠী থেকে সদস্য মনোনীত রাঙাবী তঞ্চঙ্গ্যা ও হত্যা মামলার আসামি প্রনতি রঞ্জন খীসাকে দায়িত্ব পালন থেকে বিরত থাকার আদেশ দেন।

সারাবাংলা/এনজে

অবৈধ পুনর্গঠন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ হাইকোর্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর