ঈদ উপলক্ষ্যে সরকারি কর্মচারীরা বেতন–ভাতা পাবেন ২৩ মার্চ
৯ মার্চ ২০২৫ ১৯:২৯ | আপডেট: ৯ মার্চ ২০২৫ ১৯:৪৮
ঢাকা: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে চলতি মার্চের বেতন ভাতা আগামী ২৩ তারিখে পাবেন সকল সরকারি চাকরিজীবীরা। একই দিনে পেনশনারও চলতি মাসের অবসর ভাতা তুলতে পারবেন।
রোববার (৯ মার্চ) হিসাব মহানিয়ন্ত্রক, কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স ও অতিরিক্ত মহা-পরিচালক অর্থ বরাবর প্রেরিত এক আদেশে সরকারের এ সিদ্ধান্তের কথা জানিয়েছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ।
আদেশে বলা হয়, সরকারি বর্ষপঞ্জি ২০২৫ অনুযায়ী ৩১ মার্চ তারিখে (চাঁদ দেখা সাপেক্ষে) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে বিধায় সরকার এ মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত সকল কর্মকর্তা/কর্মচারী ( গেজেটেড ও নন গেজেটেড), সামরিক বাহিনীর কমিশন্ড/নন কমিশন্ড অফিসারদের চলতি মার্চের বেতন ভাতাদি এবং অবসরপ্রাপ্ত পেনশনারদের মার্চের অবসর ভাতা আগামী ২৩ মার্চ তারিখে প্রদান করা হবে।
বাংলাদেশ ট্রেজারি রুলস এর অধীনে প্রণীত সাবসিডিয়ারী রুলস (এস আর) ১১৩ (২) এ প্রদত্ত ক্ষমতাবলে এ আদেশ জারি করা হলো- বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
সারাবাংলা/আরএস