Sunday 09 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সামিট গ্রুপের চেয়ারম্যান ও পরিবারের ১৯১টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

স্পেশাল কেরসপেন্ডন্ট
৯ মার্চ ২০২৫ ১৯:৪৭ | আপডেট: ৯ মার্চ ২০২৫ ২১:৪৪

সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান। ছবি: সংগৃহীত

ঢাকা: সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান ও তার পরিবার এবং স্বার্থ সংশ্লিষ্টদের নামে থাকা ১৯১টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এসব ব্যাংক হিসাবে মোট ৪১ কোটি ৭৪ লাখ ৭৬০ টাকা রয়েছে।

রোববার (৯ মার্চ) দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মো. আলমগীর হোসেন আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন। দুদকের প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম আদালতের আদেশের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

আবেদনে বলা হয়, অভিযোগ সংশ্লিষ্ট সামিট গ্রুপ এবং তাদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগসহ ঘুষ দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের মাধ্যমে কোটি কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ অনুসন্ধান চলছে। অনুসন্ধানকালে তাদের নামে সঞ্চয়ী, এফডিআর ও অন্যান্য হিসাবসমূহের তথ্য পাওয়া যায়। এসব হিসাবে বিপুল পরিমাণ অর্থ জমা রয়েছে। বিষয়টি অস্বাভাবিক ও সন্দেহজনক। যেকোনো সময় এসব অর্থ উত্তোলন করে বিদেশে পাচার/গোপন করার সমূহ সম্ভাবনা রয়েছে মর্মে অনুসন্ধানে জানা গেছে।

সারাবাংলা/জিএস/পিটিএম

ব্যাংক হিসাব অবরুদ্ধ সামিট গ্রুপ

বিজ্ঞাপন

এখনই ওয়ানডে ছাড়ছেন না রোহিত
১০ মার্চ ২০২৫ ০১:৫৬

আরো

সম্পর্কিত খবর