Sunday 09 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পদ্মাসেতুতে বাড়ানো হলো গাড়ির গতিবেগ

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ মার্চ ২০২৫ ১৯:৫৭ | আপডেট: ৯ মার্চ ২০২৫ ২০:২৯

পদ্মা সেতু। ছবি: সারাবাংলা

ঢাকা: পদ্মাসেতুতে গাড়ির গতি ঘণ্টায় ৬০ কিলোমিটার বেঁধে দিয়েছিল বিগত আওয়ামী লীগ সরকার। সেই গতি এবার আরও ২০ কিলোমিটার বাড়ানো হয়েছে। এখন থেকে ঘণ্টায় ৮০ কিলোমিটার গতিতে চলতে পারবে গাড়ি। সেতুতে গাড়ির গতি বাড়ানোর প্রয়োজনীয়তা মনে করে এ নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

রোববার (৯ মার্চ) বিকালে রাজধানীর বিদ্যুৎ ভবনে আসছে ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে আয়োজিত আন্তঃমন্ত্রণালয় সভায় সেতু বিভাগকে এ নির্দেশ দেন তিনি।

বিজ্ঞাপন

সড়ক উপদেষ্টা বলেন, ‘পদ্মা সেতুতে চলাচলের গতিসীমা আগে ঘণ্টায় ৬০ কিলোমিটার ছিল। ঈদের সময় যানবাহনগুলো যেন দ্রুত যেতে পারে সেজন্য গতিসীমা ৮০ কিলোমিটার করা হবে। এতে যানজট হবে না, গাড়ি আটকে থাকবে না, দ্রুত গাড়ি চলে যেতে পারবে। মহাসড়কে গতি সীমার কিছু সাইন আছে সেগুলো দিতে হবে। একইসঙ্গে ঈদের সময় যদি সড়কে যদি দুর্ঘটনা ঘটেই যায়, যাতে করে কাছাকাছি দ্রুত কোনো হাসপাতালে নিয়ে যাওয়া যায় সে ধরনের ব্যবস্থাপনাও থাকবে।’

আন্তঃমন্ত্রণালয় সভায় আরও উপস্থিত ছিলেন সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব এহসানুল হক, সেতু বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রউফ প্রমুখ।

সারাবাংলা/জেআর/পিটিএম

গাড়ির গতিবেগ টপ নিউজ পদ্মাসেতু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর