ঢাকা: দলীয় শৃঙ্খলা ভাঙা এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থি কার্যকলাপের দায়ে বিএনপির আরও দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে।
রোববার (০৯ মার্চ) রাতে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এসব তথ্য জানান বিএনপির সহ দফতর সম্পাদক মুনির হোসেন।
বিবৃতিতে তিনি জানান, দলীয় শৃঙ্খলা ভাঙা এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের দায়ে বরিশাল দক্ষিণ জেলার বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সালাম মৃধা এবং যুগ্ম আহ্বায়ক শাহীন ফরাজীকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।