Sunday 09 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাজারে অপোর নতুন ফোন ‘অপো এ৫ প্রো’

সিনিয়র করেসপন্ডেন্ট
৯ মার্চ ২০২৫ ২১:১৭

অপো এ৫ প্রো

ঢাকা: বাজারে এলো মোবাইল ব্র্যান্ড অপোর নতুন ফোন। হাতুরি পিটিয়ে বরফে জমে থাকা স্মার্টফোন ‘অপো এ৫ প্রো’ উন্মোচন করা হয়।

রোববার (৯ মার্চ) বিকালে রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নতুন ফোনটি উদ্বোধন করেন অপো বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ড্যামন ইয়ং।

অনুষ্ঠানে অপো এ৫ ওয়ান ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হন ক্রিকেট অল রাউন্ডার মেহেদী হাসান রিয়াজ। এসময় অপোর সাবেক শুভেচ্ছা দূত সাকিব আল হাসানের স্থলাভিষিক্ত হওয়া রিয়াজ বলেন, আমি যখন আন্ডার ১৯ খেলতাম তখন অপো ফোন ব্যবহার করতো। আমার পরিবারের সবাই অপো ব্যবহার করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অপো মার্কেটিং নাজমুদৌলা নিলয় জানান, বিশ্বের ৭০টি দেশে আমাদের ৩ লাখের বেশি রিটেইল সেন্টার রয়েছে। গতবছর আমরা বাংলাদেশে এক দশক পূরণ করেছি। এই সময়ে বাজার গবেষণা করে আমরা দেখিছি গ্রাহকরা এমন একটি ডেইল ডিভাইস হিসেবে রাফ অ্যান্ড টাফ ব্যবহারের দীর্ঘস্থায়ী ও সাশ্রয়ী ফোন চান। ফোনটি পানির নিচে ৩০ মিনিট সচল থাকে।

অপো জানায়,‘অপো এ৫ প্রো’ বাংলাদেশের প্রথম স্মার্টফোন যেটি আন্তর্জাতিকভাবে সার্টিফিকেশন এর পাশাপাশি বুয়েট এর ‘টপ-রেটেড ওয়াটার রেজিস্ট্যান্স এবং ড্রপ টেস্ট’-এ সফলতা দেখিয়েছে। এই স্মার্টফোনে আছে- ‘আইপি৬৯’, ‘আইপি৬৮’ এবং ‘আইপি৬৬’ রেটিংস- যা কি না পানি ও ধূলা থেকে মোবাইলকে সর্বোচ্চ নিরাপত্তা দেয়। এছাড়া ডিভাইসটির ফাইবার গ্লাস লেদার ডিজাইন যেমন দেখতে দৃষ্টিনন্দন, তেমনি এটি যেকোনো প্রতিকূল পরিবেশ, যেমন- পানি, উচ্চ-চাপ এবং ধুলাবালি থেকে স্মার্টফোনকে সর্বোচ্চ নিরাপত্তা দেয়।

বিজ্ঞাপন

বাংলাদেশ অথরাইজ এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর এর ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, আমরা গ্রাহকদের কাছে অল-রাউন্ড ‘অপো এ৫ প্রো’ পৌঁছে দিতে পেরে আনন্দিত। এটি ব্যবহারকারীদের একইসঙ্গে স্থায়িত্ব ও প্রিমিয়াম ফিচার দেবে। আমি মনে করি- ডিভাইসটি উন্নত প্রযুক্তি ও টেকসইতার সমন্বয়ে ইন্ডাস্ট্রিতে পারফরম্যান্সের একটি নতুন মানদণ্ড দাঁড় করাতে সক্ষম।

অপো আরও জানায়, ‘অপো এ৫ প্রো’ (৮জিবি + ১২৮ জিবি) অলিভ গ্রিন ও মোকা ব্রাউন রঙে পাওয়া যাচ্ছে এবং এটির প্রি-অর্ডার মূল্য ২৩ হাজার ৯৯০ টাকা। যেসব ক্রেতারা প্রি-অর্ডার করবেন তারা একটি পোর্টেবল মিনি স্পিকার এর সঙ্গে অপো সুপার শিল্ড কার্ড পাবেন, যেটি কি না ২ বছরের অফিসিয়াল ওয়ারেন্টি এবং ১ বছরের লিকুয়িড এবং দুর্ঘটনাজনিত ক্ষতি বিষয়ক নিরাপত্তা নিশ্চিত করবে।

সারাবাংলা/ইএইচটি/এসআর

অপো এ৫ প্রো অপোর নতুন ফোন সারাবাংলা

বিজ্ঞাপন

এখনই ওয়ানডে ছাড়ছেন না রোহিত
১০ মার্চ ২০২৫ ০১:৫৬

আরো

সম্পর্কিত খবর