Sunday 09 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

র‍্যাংগস ই-মার্ট’র ঈদ ক্যাম্পেইন শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট
৯ মার্চ ২০২৫ ২১:২৩ | আপডেট: ৯ মার্চ ২০২৫ ২২:৪৭

র‍্যাংগস ই-মার্ট’র ঈদ ক্যাম্পেইন

ঢাকা: আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে শুরু হয়েছে র‍্যাংগস ই-মার্ট-এর ঈদ ক্যাম্পেইন ‘ঈদের খুশি Extremely বেশি’। এই ক্যাম্পেইনের আওতায় গ্রাহকদের জন্য রয়েছে বিশেষ অফার।

রোববার (৯ মার্চ) র‍্যাংগস ই-মার্টের গুলশান-২ শোরুমে ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ডিভিশনাল ডিরেক্টর ইয়ামিন শরীফ চৌধুরী, সিওও ইরাজ এইচ. সিদ্দিকী, হেড অব বিজনেস মো. রাশেদুল ইসলাম, হেড অব সেলস গোলাম আজম খান প্রমুখ।

ক্যাম্পেইন সম্পর্কে ডিভিশনাল ডিরেক্টর ইয়ামিন শরীফ চৌধুরী বলেন, ‘ঈদ-উল-ফিতরের আনন্দকে আরও বাড়াতে র‍্যাংগস ই-মার্ট গ্রাহকদের দিচ্ছে বিভিন্ন আকর্ষণীয় ডিল ও অফারস। এর লক্ষ্য হলো বিভিন্ন সারপ্রাইজ ও পুরষ্কার দিয়ে গ্রাহকদের ঈদ উদযাপনকে আরও প্রাণবন্ত করে তোলা।’

র‍্যাংগস ই-মার্ট-এর ঈদ ক্যাম্পেইনের আওতায়, র‍্যাংগস ই-মার্ট ইলেক্ট্রনিক পণ্য ক্রয়ে থাকছে ফ্রি গিফট, সর্বোচ্চ ৫৩ শতাংশ পর্যন্ত মূল্য ছাড়, ২৪ মাস পর্যন্ত ফ্রি ইএমআই সুবিধা, এক্সচেঞ্জ অফার এছাড়া এলজি ওলেড টিভি যার বাজার মূল্য ৪ লাখ ৪৯ হাজার টাকা, এটি জেতার আকর্ষণীয় সুযোগ। এর সঙ্গে ব্যাংক কার্ড দিয়ে পেমেন্ট করলে থাকছে অতিরিক্ত ছাড় সুবিধা। এর মধ্যে ইস্টার্ন ব্যাংক পিএলসি কার্ডে ১০ শতাংশ, লংকাবাংলা ব্যাাংকের কার্ডে ১০ শতাংশ ও ব্যাংক এশিয়ার কার্ডে ৭ শতাংশ পর্যন্ত ছাড় রয়েছে।

ক্রেতারা আরও পাবেন বিনামূল্যে ডেলিভারি ও ইনস্টলেশন সুবিধা। rangsemart.com.bd ভিজিট করে ক্রেতারা অনলাইন কেনাকাটা ও ক্যাম্পেইন সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে পারবেন।

সারাবাংলা/ইএইচটি/এসআর

র‍্যাংগস ই-মার্ট

বিজ্ঞাপন

এখনই ওয়ানডে ছাড়ছেন না রোহিত
১০ মার্চ ২০২৫ ০১:৫৬

আরো

সম্পর্কিত খবর