ধর্ষণে অভিযুক্ত ব্যক্তির যথাযথ শাস্তি নিশ্চিতের দাবি কোয়ালিশনের
৯ মার্চ ২০২৫ ২৩:৩১
ঢাকা: ধর্ষণ অপরাধে ভুক্তভোগী ব্যক্তির ন্যায় বিচারের জন্য ধর্ষণ আইন সংস্কার জোটের ১০ দফা দাবি বাস্তবায়নসহ দোষীদের যথাযথ শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে কোয়ালিশন।
রোববার (৯ মার্চ) রাতে এক বিবৃতিতে এ দাবি জানায়। রেইপ ল রিফর্ম কোয়ালিশন সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্য হারে ধর্ষণের ঘটনা বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে। সেইসঙ্গে ঘটনাগুলোর সুষ্ঠু তদন্তসহ দোষী ব্যক্তিদের শাস্তির ও ভুক্তভোগী ব্যক্তির নিরাপত্তার জোর দাবি জানায়।
সাম্প্রতিক বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদ হতে দেখা যাচ্ছে, ধর্ষণ, দলবদ্ধ ধর্ষণ, ধর্ষণ পরে খুন, যৌন হয়রারি, শারীরিক নির্যাতন ও নিপীড়ন, অপহরণের পাশাপাশি প্রতিদিনই নারীদের ঘরের বাইরে ও অনলাইন প্লাটফর্মগুলোতে নানা ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হতে দেখা যাচ্ছে।
এভাবে নারী ও মেয়ে শিশুদের প্রতি সহিংসতা বাংলাদেশের সংবিধান, বিদ্যমান আইন বিশেষত নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩); শিশু আইন ২০১৩, দণ্ডবিধি, বাল্যবিবাহ প্রতিরোধ আইনসহ নির্যাতন প্রতিরোধের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন আইন ও আর্ন্তজাতিক নারীর প্রতি বৈষম্য বিলোপ সনদ (সিডো) অনুসারে মৌলিক অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন।
সারাবাংলা/এফএন/পিটিএম