Monday 10 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে তিতুমীরের শিক্ষার্থীরা

তিতুমীর কলেজ প্রতিনিধি
৯ মার্চ ২০২৫ ২২:০৮ | আপডেট: ১০ মার্চ ২০২৫ ০৩:২৯

মাগুরায় আট বছর বয়সী আছিয়ার উপর নৃশংস নির্যাতন এবং দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনায় বিক্ষোভ করেছেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবি তোলা হয় বিক্ষোভ থেকে।

রোববার (৯ তারিখ) সন্ধ্যা ৭টায় কলেজের শিক্ষার্থীরা মিছিলের মাধ্যমে ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মিছিলটি কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে ওয়ারলেস হয়ে প্রধান ফটকে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিজ্ঞাপন

এ সময় শিক্ষার্থীরা “তুমি কে আমি কে – আছিয়া আছিয়া ” “ফাঁসি ফাঁসি -ফাঁসি চাই ধর্ষকের ফাঁসি চাই” ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

এসময় তিতুমীর কলেজের শিক্ষার্থী সিনথিয়া সুমাইয়া বলেন, আমাদের ছোট বোনদের নৃশংসভাবে ধর্ষণ করা হচ্ছে, ধর্ষকদের বিরুদ্ধে প্রশাসনের উল্লেখযোগ্য কোন পদক্ষেপ দেখছিনা আমরা।

এসময় তিনি আরও বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের নারীদের যদি নিরাপত্তা না দিতে পারে তাহলে উনার মতো উপদেষ্টা থেকে আমাদের কি লাভ?

তিতুমীর কলেজের অপর শিক্ষার্থী নীরব আল নোমান বলেন, আমরা আজকে এখানে দাঁড়িয়েছি ধর্ষকের বিচারের দাবিতে। সরকার যে নতুন আইনের কথা বলছে স্বল্প সময়ে ধর্ষকের বিচার করা হবে, আমরা চাই এটি খুব দ্রুত দৃশ্যমান হোক।

সারাবাংলা/এসএইচএস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর