Monday 10 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জে কিশোরীকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১০ মার্চ ২০২৫ ০৮:৫২ | আপডেট: ১০ মার্চ ২০২৫ ১০:৩৪

ধর্ষণের অভিযোগে গ্রেফতার ইমাম মাওলানা শফিকুর রহমান।

সুনামগঞ্জ: সুনামগঞ্জের ছাতক উপজেলায় ১৭ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমামকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৯ মার্চ) রাতে উপজেলার ইসলামপুর ইউনিয়নের বনগাঁও উত্তর পাড়া মসজিদ থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ইমাম মাওলানা শফিকুর রহমান সিলেটের গোয়াইন ঘাট এলাকার মৃত আব্দুল বারীর ছেলে।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, ছাতক উপজেলার বনগাঁও উত্তর পাড়া মসজিদে রমজান উপলক্ষে দারুল কেরাত পড়তে যায় ছাতকের ১৭ বছরের এক কিশোরী। কিন্তু গত বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে যোহরের নামাজের বিরতির সময় অন্য শিক্ষার্থীরা মসজিদ থেকে চলে গেলে সেই সুযোগে মসজিদের ইমাম ওই কিশোরীকে বিশেষ কাজ আছে বলে কক্ষে নিয়ে গিয়ে ভয় দেখিয়ে ধর্ষণ করে এবং এই ঘটনা কাউকে বললে ওই কিশোরীকে হত্যা করার হুমকি দেয়।

পরবর্তীতে শনিবার (৮ মার্চ) তাকে আবার একই রুমে ডেকে নিয়ে ধর্ষণ করলে ওই কিশোরী বাড়িতে গিয়ে তার পরিবারের লোকজনের কাছে জানায়। এরপরে রোববার বিকেলে কিশোরীর খালা বাদী হয়ে ছাতক থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের প্রেক্ষিতে রাতেই ওই ইমামকে গ্রেফতার করে পুলিশ।

ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মুখলেচুর রহমান আকন্দ বলেন, ‘এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমামকে গ্রেফতার করা হয়েছে। সেই সঙ্গে ওই কিশোরীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এসডব্লিউ

কিশোরীকে ধর্ষণ মসজিদের ইমাম গ্রেফতার সুনামগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর