জাফলংয়ে বালু উত্তোলন নিয়ে দুপক্ষে সংঘর্ষ, আহত ২০
১০ মার্চ ২০২৫ ০৯:০১ | আপডেট: ১০ মার্চ ২০২৫ ১০:০১
সিলেট: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধভাবে বালু উত্তোলনের জায়গা দখলকে কেন্দ্র করে দুটি গ্রুপের মধ্যে তুমুল সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।
রোববার (৯ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে গোয়াইনঘাট উপজেলার জাফলং ইসিএভুক্ত এলাকার জিরো পয়েন্টে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা গেছে, লাখের পার গ্রামের হেকিম মিয়া ও মোহাম্মদপুরের সুমন শিকদারসহ অর্ধশত লোকজন জাফলং জিরো পয়েন্ট থেকে ট্রাক ভর্তি বালু-পাথর উত্তোলন করে নিয়ে যায়। এতে পশ্চিম জাফলং ইউপির ওয়ার্ড সদস্য কামাল হোসেন অবৈধভাবে বালু পাথর উত্তোলনে বাধাঁ দিলে হেকিম ও সুমন শিকদারের লোকজনের সঙ্গে কামাল মেম্বারের লোকজনের সংঘর্ষ বেধে যায়। দু’গ্রুপের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়। উভয়পক্ষের হামলায় ১৫ থেকে ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আহতরা বর্তমানে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
এ ব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার তোফায়েল আহমেদ জানান, সরকারি জায়গা থেকে অবৈধভাবে বালু উত্তোলন এবং বালুর সাইট দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষ ও ধাওয়া-পালটা ধাওয়া হয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও জানান, সংঘর্ষ চলাকালে পাথরের আঘাতে একজনের মাথা ফেটে গেছে এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক। পরিবেশ অধিদফতরের পক্ষ থেকে মামলা দায়ের করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সারাবাংলা/এসডব্লিউ