Monday 10 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগামী ৮ বছর ক্রিকেটে ভারতের রাজত্ব দেখছেন কোহলি

স্পোর্টস ডেস্ক
১০ মার্চ ২০২৫ ১০:০৮

চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা হাতে কোহলি

অভিজ্ঞতার সঙ্গে তারুণ্যের দারুণ মিশ্রণ, শক্তিশালী এক স্কোয়াড নিয়েই টুর্নামেন্টে পা রেখেছিলেন তারা। পুরো টুর্নামেন্টে অপরাজিত থেকেই শিরোপা ঘরে তুলল ভারত। রেকর্ড তৃতীয় চ্যাম্পিয়নস ট্রফি জয়ের পর বিরাট কোহলি বলছেন, আগামী ৮ বছর বিশ্ব ক্রিকেটে দাপট দেখানোর রসদ আছে ভারতীয় দলে।

রোহিত, কোহলি, জাদেজা, শামিদের মতো অভিজ্ঞ ক্রিকেটার আছেন স্কোয়াডে। আছে গিল, রাহুল, পান্ডিয়া, আইয়ার, বরুণ, আক্সারদের মতো তরুণরাও। জাসপ্রীত বুমরাহর অভাবটা একেবারেই বুঝতে দেননি তারা। ৫ স্পিনার নিয়ে গড়া ভারতীয় দল দাপটের সাথেই জিতেছে শিরোপা।

বিজ্ঞাপন

নিজেদের ক্যারিয়ারের শেষ চ্যাম্পিয়নস ট্রফি খেলতে নামছেন রোহিত-কোহলিসহ দলের সিনিয়র ক্রিকেটাররা, এটা অনেকটা নিশ্চিতই বলা যায়। অভিজ্ঞ ক্রিকেটারদের অবসরের পরেও কি একই দাপট অব্যাহত থাকবে ভারতের, এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সমর্থকদের মধ্যে।

কোহলি অবশ্য সবাইকে নির্ভার থাকার আহ্বান জানিয়ে বলছেন, আগামী কয়েক বছরও ক্রিকেটে রাজত্ব করবে এই দল, ‘আপনি যখন ছেড়ে যাবেন, তখন দলকে একটা ভালো অবস্থানে রেখে যেতে চাইবেন। আমার মনে হয় আমাদের যে দল রয়েছে, সেটা আগামী ৮ বছর বিশ্ব ক্রিকেটে রাজত্ব করবে। গিল দুর্দান্ত ছিল, আইয়ার ছিল অসাধারণ। রাহুল ম্যাচ শেষ করেছে, ব্যাট হাতে পান্ডিয়াও ছিল দুর্দান্ত।’

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে ব্যর্থ হওয়ায় দলকে শুনতে হয়েছে নানা সমালোচনা। কোহলি বলছেন, খারাপ সময় কাটিয়ে ওঠার জন্য এই শিরোপাটা তাদের দরকার ছিল, ‘এটা দারুণ একটা মুহূর্ত ছিল। অস্ট্রেলিয়া সফরের সেই কঠিন সময়ের পর আমরা ঘুরে দাঁড়াতে চেয়েছিলাম। বড় টুর্নামেন্ট জিতে আমরা শেষ পর্যন্ত সেটা করতে পেরেছি। ড্রেসিংরুমে অনেক প্রতিভাবান ক্রিকেটার আছে। তারা ম্যাচ এগিয়ে নিয়ে এগছে। আমরা সিনিয়ররা তাদের সাহায্য করতে পেরেই খুশি। আমরা নিজেদের অভিজ্ঞতা তাদের মাঝে ছড়িয়ে দিতে চেয়েছি। এটাই আমাদের দলকে শক্তিশালী বানিয়েছে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

চ্যাম্পিয়নস ট্রফি বিরাট কোহলি ভারত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর