Monday 10 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চ্যাম্পিয়নস ট্রফি
সর্বোচ্চ রানে টুর্নামেন্ট শেষ করলেন রাচিন

স্পোর্টস ডেস্ক
১০ মার্চ ২০২৫ ১০:৫৫

এবারের আসরের সর্বোচ্চ রান রাচিনের

নিউজিল্যান্ডের হয়ে অভিষেকের পর থেকেই আলো ছড়িয়ে যাচ্ছেন তিনি। আইসিসি টুর্নামেন্ট এলে যেন নিজেকে আরও বেশি মেলে ধরেন রাচিন রবীন্দ্র। চ্যাম্পিয়নস ট্রফিতেও এর ব্যতিক্রম হলো না। শিরোপা জিততে ব্যর্থ হলেও ব্যাট হাতে দারুণ পারফর্ম করেছেন এই বাঁহাতি ব্যাটার। সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েই তাই টুর্নামেন্ট শেষ করলেন রাচিন।

পাকিস্তানে হওয়া ত্রিদেশীয় সিরিজের মুখে চোট পেয়েছিলেন রাচিন। চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচে এই ইনজুরির কারণে পাকিস্তানের বিপক্ষে কিউই একাদশে ছিলেন না রাচিন। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেই সেঞ্চুরি পান রাচিন। রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের বিপক্ষে ১০৫ বলে ১১২ রান করেন তিনি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে হাসেনি তার ব্যাট। দুবাইয়ের সেই ম্যাচে রাচিন ফেরেন ৬ রানে।

বিজ্ঞাপন

সেমিফাইনালে আবার তিন অংক ছুঁয়েছেন রাচিন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তার ১০৮ রানের দুর্দান্ত এক ইনিংসের সুবাদেই ফাইনালে ওঠে নিউজিল্যান্ড। ভারতের বিপক্ষে ফাইনালে বড় স্কোরের আভাস দিয়েও শেষ পর্যন্ত ৩৭ রানে আউট হন রাচিন। নিউজিল্যান্ডও আর শিরোপা জিততে পারেনি।

টুর্নামেন্টে ৪ ম্যাচে রাচিনের রান ২৬৩, গড় ৬৫.৭৫। আসরে রাচিনের স্ট্রাইক রেট ১০৬.৪৭। রাচিনের পর এই তালিকায় আছেন ভারতের শ্রেয়াস আইয়ার। ৫ ম্যাচে আইয়ার করেছেন ৬০.৭৫ গড়ে ২৪৩ রান। ৩ ম্যাচে ২২৭ রান করা ইংল্যান্ডের বেন ডাকেট আছেন তৃতীয় স্থানে। ৩ ম্যাচে ২২৫ রান করে চতুর্থ স্থানে আছেন আরেক ইংলিশ ব্যাটার জো রুট। ৫ ম্যাচে ২১৮ রান করে পঞ্চম স্থানে আছেন ভারতের বিরাট কোহলি।

সারাবাংলা/এফএম

চ্যাম্পিয়নস ট্রফি রাচিন রবীন্দ্র সর্বোচ্চ রান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর