Monday 10 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বনানীতে গাড়িচাপায় পোশাকশ্রমিক নিহত, সড়ক অবরোধ

স্টাফ করেসপন্ডেন্ট
১০ মার্চ ২০২৫ ১০:৪৪ | আপডেট: ১০ মার্চ ২০২৫ ১১:২৩

পুরো বনানী এলাকা ও এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অবরোধ করে রেখেছেন পোশাকশ্রমিকরা

ঢাকা: রাজধানীর বনানীতে চেয়ারম্যান বাড়ির সড়কে গাড়িচাপায় এক নারী পোশাকশ্রমিক নিহত হয়েছেন। এতে পোশাকশ্রমিকরা পুরো এলাকায় ও এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও অবরোধ করে রেখেছেন। ফলে বন্ধ রয়েছে যানবাহন চলাচল।

সোমবার (১০ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে ট্রাফিক গুলশান ডিভিশন বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কোন পরিবহন দুর্ঘটনাটি ঘটিয়েছে তা জানা যায়নি।

বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল সারোয়ার জানান, দুর্ঘটনাকে কেন্দ্র করে পোশাকশ্রমিকরা ইনকামিং/আউটগোয়িং উভয় দিকের রাস্তা বন্ধ করে রেখেছেন। এ ছাড়া পোশাকশ্রমিকরা এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও যানবাহন চলাচল বন্ধ করে রেখেছেন।

বনানীর সড়ক অবরোধ করে রেখেছেন পোশাকশ্রমিকেরা

ফলে বনানী-কাকলী ক্রসিং এবং মহাখালীর আমতলীতে ডাইভারশন দিয়ে গুলশান-২ থেকে গুলশান-১ হয়ে আমতলী দিয়ে ইনকামিং এবং ভাইস ভার্সা হয়ে আউটগোয়িং এ চলাচল করা যাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সারাবাংলা/এমএইচ/এসডব্লিউ

পোশাকশ্রমিক বনানীর সড়ক অবরোধ