টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ মার্চ ২০২৫ ১১:২৬ | আপডেট: ১০ মার্চ ২০২৫ ১৪:৪৩
১০ মার্চ ২০২৫ ১১:২৬ | আপডেট: ১০ মার্চ ২০২৫ ১৪:৪৩
টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল চালক ও এক আরোহী নিহত হয়েছেন।
সোমবার (১০ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে যমুনা সেতু ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতীর কামাক্ষা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
যমুনা সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ রুবেল জানান, খবর পেয়ে মরদেহ ও দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে যমুনা সেতু পূর্ব থানায় নেওয়া হয়েছে। নিহতদের নাম পরিচয় শনাক্তে কাজ চলছে।
তবে কোন গাড়ির সঙ্গে দুর্ঘটনা ঘটেছে সে বিষয়ে না জানাতে পারলেও মোটরসাইকেলটি যমুনা সেতুর দিকে যাচ্ছিল বলে জানান ওসি।
সারাবাংলা/ইআ