Monday 10 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চ্যাম্পিয়নস ট্রফি
আসরের সর্বোচ্চ উইকেটশিকারি কে?

স্পোর্টস ডেস্ক
১০ মার্চ ২০২৫ ১১:৪৯

এবারের আসরের সর্বোচ্চ উইকেট পেয়েছেন হেনরি

তাকে বড় দুর্ভাগাই বলতে হয়। পুরো টুর্নামেন্টজুড়ে বল হতে যে ম্যাট হেনরি নিউজিল্যান্ডকে নেতৃত্ব দিয়েছেন, তিনিই ইনজুরির কারণে খেলতে পারলেন না ফাইনালে। তবে ফাইনালে মাঠে না নেমেও এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে উইকেটশিকারির তালিকায় শীর্ষে থেকেই টুর্নামেন্ট শেষ করলেন হেনরি।

করাচিতে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৭ ওভার ২ বলে ২৫ রানে ২ উইকেট নিয়েছিলেন হেনরি। রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ৯ ওভারে ৫৭ রানে ১ উইকেট নেন তিনি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে দুবাইয়ে ভারতের বিপক্ষে ফাইফার পান হেনরি। সেই ম্যাচে ৮ ওভারে ৪২ রানে ৫ উইকেট নিয়ে ভারতকে অল্পতেই গুটিয়ে দেন হেনরি। শেষ পর্যন্ত অবশ্য ম্যাচটা জিততে পারেনি নিউজিল্যান্ড।

বিজ্ঞাপন

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেমিফাইনালে ৭ ওভারে ৪৩ রানে ২ উইকেট পান হেনরি। নিউজিল্যান্ড ফাইনালে উঠলেও ইনজুরির কারণে মাঠে নামতে পারেননি হেনরি। ফাইনালে না খেললেও ৪ ম্যাচে ১০ উইকেট নিয়ে সবার উপরে আছেন তিনিই। তার গড় ১৬.৭, ইকোনমি ৫.৩২।

হেনরির পরেই আছেন ভারতের বরুণ চক্রবর্তী। ৩ ম্যাচে তিনি নিয়েছেন ৯ উইকেট। ৫ ম্যাচে ৯ উইকেট নিয়ে তার পরেই  আছেন ভারতের মোহাম্মদ শামি। ৫ ম্যাচে ৯ উইকেট নিয়ে শামির পরেই আছেন নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার। ৫ ম্যাচে ৯ উইকেট নিয়েছেন নিউজিল্যান্ড স্পিনার মিচেল ব্রেসওয়েলও।

সারাবাংলা/এফএম

চ্যাম্পিয়নস ট্রফি নিউজিল্যান্ড ম্যাট হেনরি সর্বোচ্চ উইকেটশিকারি