Monday 10 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইপিএল থেকে সরে দাঁড়িয়ে নিষেধাজ্ঞার মুখে ব্রুক

স্পোর্টস ডেস্ক
১০ মার্চ ২০২৫ ১২:২৫

আইপিএলে নিষেধাজ্ঞার মুখে ব্রুক

গত আসরেও দল পেয়ে শেষ মুহূর্তে আইপিএল থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনি। ইংলিশ ব্যাটার হ্যারি ব্রুক এবারও ভালো দামেই বিক্রি হয়েছিলেন আইপিএলের নিলামে। তবে গত আসরের মতো এবারও শেষ মুহূর্তে আইপিএল থেকে সরে দাঁড়ালেন ব্রুক। আর এতেই টুর্নামেন্ট থেকে নিষিদ্ধ হওয়ার শঙ্কা জেগেছে ব্রুকের।

এবারের নিলামে ৬ কোটি ২৫ লাখ রুপিতে ব্রুককে দলে ভিড়িয়েছিল দিল্লি ক্যাপিটালস। সবকিছু ঠিকঠাক থাকলে টুর্নামেন্টের শুরু থেকেই দিল্লির হয়ে মাঠে নামার কথা ছিল এই মারকুটে ব্যাটারের। তবে টুর্নামেন্ট শুরুর দুই সপ্তাহ আগে নিজেকে সরিয়ে নিয়েছেন ব্রুক।

বিজ্ঞাপন

ঠিক কী কারণে আইপিএল থেকে ব্রুক নাম প্রত্যাহার করে নিলেন, সেটা এখনো খোলাসা করেননি তিনি। তবে ধারণা করা হচ্ছে, জস বাটলারের পর সাদা বলে ইংল্যান্ডের পরবর্তী অধিনায়ক হতে যাচ্ছেন ব্রুক। আর এতেই ‘ওয়ার্কলোড’ কমাতে আইপিএলে খেলবে না ব্রুক, গুঞ্জন উঠেছে এমনটাই।

আইপিএলের নিয়ম অনুযায়ী, ইনজুরি কিংবা গ্রহণযোগ্য কোনো কারণ ছাড়া নিলামের পর আইপিএল থেকে সরে গেলে দুই বছরের জন্য টুর্নামেন্ট থেকে নিষিদ্ধ করা হতে পারে সেই ক্রিকেটারকে। ব্রুকের সরে দাঁড়ানোর পেছনে যদি গ্রহণযোগ্য কারণ খুঁজে না পায় আইপিএল কর্তৃপক্ষ, তাহলে আগামী দুই আসরে আইপিএলে খেলতে পারবেন না ব্রুক।

গত আসরেও ব্রুককে ৪ কোটি রুপিতে কিনেছিল দিল্লি। টুর্নামেন্ট শুরুর ১০ দিন আগে দাদির মৃত্যুর কারণে নিজেকে সরিয়ে নেন ব্রুক। এবারও টুর্নামেন্ট শুরুর ঠিক আগে নাম প্রত্যাহার করলেন তিনি। ২২ মার্চ শুরু হবে এবারের আইপিএল। নিজেদের প্রথম ম্যাচে ২৪ মার্চ মাঠে নামবে দিল্লি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

আইপিএল ২০২৫ ইংল্যান্ড হ্যারি ব্রুক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর