Monday 10 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩০ দিনের মধ্যে ধর্ষকের শাস্তির দাবিতে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

রাবি করেসপন্ডেন্ট
১০ মার্চ ২০২৫ ১৩:১৯ | আপডেট: ১০ মার্চ ২০২৫ ১৪:৪৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড়ে ধর্ষকের দ্রুত শাস্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা

রাবি: ছয় মাস কিংবা ৯০ কার্যদিবস নয়, ৩০ দিনের মধ্যেই ধর্ষকের বিচার করে সর্বোচ্চ শাস্তির দাবিতে ফের বিক্ষোভ করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। সোমবার (১০ মার্চ) সকাল সাড়ে ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড়ে অবস্থান করে এই কর্মসূচি শুরু করেন তারা। অবস্থান কর্মসূচি শেষে রাজশাহী নগরীর তালাইমারির উদ্দেশ্যে মিছিল বের করার ঘোষণা দিয়েছেন বিক্ষোভকারীরা।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের শিক্ষার্থী হিরামনি বলেন, সারাদেশে চলমান সবগুলো ধর্ষণের বিচার করতে হবে। আর যেনো কোনো খাদিজা, তনু ধর্ষনের শিকার হতে না হয়। আমরা তিন মাস ছয় মাস বুঝি না যতো দ্রুত সম্ভব ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

বিজ্ঞাপন

শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে ফিসারিজ বিভাগের অধ্যাপক মো. দেলোয়ার হোসেন বলেন, বিগত ফ্যাসিস্ট হাসিনার আমলে ধর্ষণের ঘটনাগুলো সেভাবে প্রকাশ পায়নি। অনেক ধর্ষিতা মামলা করার জন্য থানায় গিয়েছে কিন্তু পুলিশ মামলা নেয়নি। যার ফলে মানবাধিকার সংস্থাগুলো দেশে ধর্ষণের সঠিক তথ্য জানে না। কিন্তু জুলাই অভ্যুত্থান পরবর্তীতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও বেশি অবনতি হয়েছে। অপরাধ রীতিমতো বেড়েই চলেছে।

বিক্ষোভ সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার বলেন, ধর্ষণের তদন্তের জন্য সর্বোচ্চ ১৫ দিন এবং শাস্তির জন্য সর্বোচ্চ এক মাস সময়ের বেশি দরকার হয় না। আমার বোনকে যখন ধর্ষণ করা হয় তখন তো ১৮০ দিন কিংবা ৯০ দিনের চিন্তা করা হয় না। তাহলে তার বিচার করতে কেনো ৬ মাস লাগবে? আমরা এই ১৮০ দিন বা ৯০ দিনের প্রহসনের মানি না। ৩০ দিনের মধ্যেই বিচার কার্য সম্পন্ন করতে হবে। এই দাবি মেনে নেয়া না হলে অন্তর্বর্তী সরকারকে কঠোর থেকে কঠোরতর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বক্তারা।

বিজ্ঞাপন

কর্মসূচিতে শিক্ষার্থীরা, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘নো মোর রেপিস্ট’, ‘আমার সোনার বাংলায়, ধর্ষকের ঠাঁই নাই’, ‘একটা একটা ধর্ষক ধর, ধরে ধরে বিচার কর’, ‘আমার বোনের কান্না, আর না আর না’, ‘ধর্ষকের শাস্তি, মৃত্যু মৃত্যু’, ‘দড়ি লাগলে দড়ি নে, ধর্ষককে ফাঁসি দে’ ইত্যাদি স্লোগান দেন।

বিক্ষোভ সমাবেশে এসময় বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের প্রায় চার শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এনজে

ধর্ষক বিক্ষোভ রাবি শাস্তি শিক্ষার্থী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর