Monday 10 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন দলের নিবন্ধন ২০ এপ্রিল পর্যন্ত, গণবিজ্ঞপ্তি জারি

স্টাফ করেসপন্ডেন্ট
১০ মার্চ ২০২৫ ১৪:২৬ | আপডেট: ১০ মার্চ ২০২৫ ১৬:২৯

ঢাকা: আগামী ২০ এপ্রিল পর্যন্ত সময়সীমা নির্ধারণ করে নতুন রাজনৈতিক দল নিবন্ধনে গণবিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন।

‎সোমবার (১০ মার্চ) এ গণবিজ্ঞপ্তি জারি করা হয়।

এদিন আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের জানান, নতুন দল নিবন্ধনের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগামী ২০ এপ্রিল পর্যন্ত নিবন্ধন পেতে ইচ্ছুক দলগুলোকে আবেদন করতে পারবেন।

প্রসঙ্গত ‎বর্তমানে ইসিতে নিবন্ধিত দলের সংখ্যা ৪৯। প্রতি সংসদ নির্বাচনের আগে নতুন দলের নিবন্ধন দিতে গণবিজ্ঞপ্তি দিয়ে আবেদন আহ্বান করে ইসি।

গণ‎বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ৯০ (ক)-এর অধীন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করতে ইচ্ছুক এবং রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা, ২০০৮-এ উল্লেখিত শর্তাবলি পূরণে সক্ষম রাজনৈতিক দলসমূহকে নির্বাচন কমিশন প্রদত্ত নির্দেশিকা মোতাবেক বিধিমালায় সংযোজিত ফরম-১ পূরণপূর্বক আগামী ২০ এপ্রিল ২০২৫ তারিখের মধ্যে নিবন্ধনের জন্য আবেদন করার আহ্বান জানানো যাচ্ছে।

‎‎আবেদন প্রক্রিয়া: নিবন্ধীকরণে আগ্রহী রাজনৈতিক দলকে স্বীয় লেটারহেড প্যাডে দরখাস্ত করতে হবে এবং দরখাস্তের সঙ্গে আবশ্যকীয় যে দলিলাদি সংযুক্ত করতে হবে, যথা-দলের গঠনতন্ত্র; দলের নির্বাচনি ইশতেহার, যদি থাকে;সদলের বিধিমালা যদি থাকে; দলের লোগো এবং পতাকার ছবি; দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি বা সমমানের কমিটির সকল সদস্যের পদবিসহ নামের তালিকা; দলের নামে রক্ষিত ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ও ব্যাংকের নাম এবং উক্ত অ্যাকাউন্টের সর্বশেষ স্থিতি; দলের তহবিলের উৎসের বিবরণ; দলের নিবন্ধনের দরখাস্ত করার জন্য সংশ্লিষ্ট ব্যক্তির অনুকূলে প্রদত্ত ক্ষমতাপত্র; নিবন্ধন ফি বাবদ অফেরতযোগ্য পাঁচ হাজার টাকা সচিব, নির্বাচন কমিশন সচিবালয়ের বরাবরে জমাকৃত ট্রেজারি চালানের কপি।

বিজ্ঞাপন

‎বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কোনো রাজনৈতিক দলকে নিবন্ধিত করার সিদ্ধান্ত গ্রহণের পর ওই দলের অনুকূলে কমিশন ফরম-৩ এ একটি নিবন্ধন সার্টিফিকেট প্রদান করবে এবং নিবন্ধিত রাজনৈতিক দলের নাম সরকারি গেজেটে প্রকাশ করবে নির্বাচন কমিশন।

শর্তসমূহ: বিজ্ঞপ্তিতে ‎নিবন্ধন পেতে ইচ্ছুক রাজনৈতিক দলগুলোর জন্য কয়েকটি শর্তও জুড়ে দেওয়া হয়েছে। এগুলো হচ্ছে- নিবন্ধন পেতে ইচ্ছুক রাজনৈতিক দলকে স্বাধীনতার পর অনুষ্ঠিত কোনো সংসদ নির্বাচনে দলীয় প্রতীকে কমপক্ষে একটি আসনে বিজয়ী হতে হবে; অতীতে অনুষ্ঠিত নির্বাচনে দলটির প্রার্থীরা যেসব আসনে অংশ নিয়েছেন, সেসব আসনে মোট ভোটের ৫ শতাংশ অর্জন; অথবা কেন্দ্রীয় কমিটিসহ একটি সক্রিয় কেন্দ্রীয় অফিস থাকতে হবে; দেশের অন্তত এক-তৃতীয়াংশ জেলায় জেলা অফিস থাকতে হবে; অন্তত ১০০টি উপজেলা বা মেট্রোপলিটন এলাকার থানায় অফিস থাকতে হবে, যার প্রতিটিতে সদস্য হিসেবে কমপক্ষে ২০০ জন ভোটার থাকবেন।

‎এ ছাড়া নিবন্ধন পেতে আগ্রহী দলটির গঠনতন্ত্রে কেন্দ্রীয় কমিটিসহ সব কমিটির সদস্য নির্বাচিত করা; কমিটিতে কমপক্ষে ৩৩ শতাংশ নারী সদস্য রাখা (২০৩০ সালের মধ্যে পূরণ)—এসবসহ আরও কিছু বিধানের শর্ত রাখা রয়েছে।

‎সারাবাংলা/এনএল/আরএস

নতুন দল নিবন্ধন নির্বাচন কমিশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর