Monday 31 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারী দিবস ও ইফতার আয়োজনে ইনার হুইল ক্লাব অফ ঢাকা অর্কিড

সারাবাংলা ডেস্ক
১০ মার্চ ২০২৫ ১১:০৫ | আপডেট: ১০ মার্চ ২০২৫ ১৮:০৯

ইনার হুইল ক্লাব অফ ঢাকা অর্কিড উদযাপন করেছে আন্তর্জাতিক নারী দিবস ও ইফতার মাহফিল ২০২৫

রোববার (৯ মার্চ) উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস ও বাৎসরিক ইফতার মাহফিল উদযাপন করেছে ইনার হুইল ক্লাব অফ ঢাকা অর্কিড।

এই আয়োজনে দেশের খ্যাতনামা রন্ধনশিল্পী আলপনা হাবিব-কে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতেই তাকে উত্তরীয় ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। একইসঙ্গে তাকে ইনার হুইল পিন ও ক্লাব-এর ব্যাজ পরিয়ে ইনার হুইল ক্লাব অফ ঢাকা অর্কিড-এর সদস্য হিসেবে বরণ করে নেন ক্লাবের প্রেসিডেন্ট ইসরাত জাহান। দেওয়া হয় বিশেষ সম্মাননা ক্রেস্ট।

এই আয়োজনে দেশের খ্যাতনামা রন্ধনশিল্পী আলপনা হাবিব-কে বিশেষ সম্মাননা প্রদান করা হয়

এই আয়োজনে দেশের খ্যাতনামা রন্ধনশিল্পী আলপনা হাবিব-কে বিশেষ সম্মাননা প্রদান করা হয়

অনুষ্ঠানে ক্লাব ও দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, যা পরিচালনা করেন ক্লাব সদস্য উম্মে তাজ। নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ক্লাব সদস্যরা লিফলেট প্রদর্শন ও প্রচার করেন এবং নারীদের নিরাপত্তা ও ন্যায়বিচারের আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে ক্লাব সদস্য কিশোর খান সকল সদস্যদের ইফতারের আপ্যায়ন করেন। ধন্যবাদ জ্ঞাপন করেন ক্লাবের ভাইস প্রেসিডেন্ট নাসরিন হক লিজা।
এই আয়োজনের মাধ্যমে নারীর ক্ষমতায়ন, সামাজিক দায়বদ্ধতা ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দেওয়া হয়। ইনার হুইল ক্লাব অফ ঢাকা অর্কিড আগামীতেও সমাজসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

সারাবাংলা/এএসজি

আন্তর্জাতিক নারী দিবস ইনার হুইল ক্লাব অফ ঢাকা অর্কিড ইফতার

বিজ্ঞাপন

১৬৪ হলে ঈদের ৬ সিনেমা
৩১ মার্চ ২০২৫ ১৭:৫৬

আরো

সম্পর্কিত খবর