Monday 10 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চ্যাম্পিয়নস ট্রফি
ভারত-নিউজিল্যান্ড ফাইনালে যত রেকর্ড

স্পোর্টস ডেস্ক
১০ মার্চ ২০২৫ ১৪:৫২

নিউজিল্যান্ডকে হারিয়ে ভারতের ৩য় শিরোপা

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও নিউজিল্যান্ড। জমজমাট এক ফাইনালে কিউইদের ৪ উইকেটে হারিয়ে রেকর্ড তৃতীয়বারের মতো শিরোপা উঁচিয়ে ধরেছে ভারত। এক নজরে দেখে নেওয়া যাক সংখ্যায় সংখ্যায় এই ফাইনাল কেমন গেল।

ফাইনালের টসে হেরেছেন রোহিত শর্মা। এই নিয়ে ওয়ানডেতে টানা ১২তম টসে হারলেন ভারতীয় অধিনায়ক। ক্রিকেট ইতিহাসে এটাই যৌথভাবে টানা টস হারের রেকর্ড। পরিসংখ্যানের হিসেবে, ১৫ ম্যাচে টস হারার সম্ভাবনা থাকে ৩২৭৬৮ এর বিপরীতে মাত্র ১! রোহিতের ক্ষেত্রে সত্যি হয়ে গেছে এমন অবিশ্বাস্য ঘটনাই!

বিজ্ঞাপন

এবারের ফাইনালে ফিল্ডিংয়ের সময় ৪টি ক্যাচ মিস করেছেন ভারতীয় ফিল্ডাররা। নিজেদের ওয়ানডে ইতিহাসে ফাইনালে এটাই তাদের সর্বোচ্চ ক্যাচ মিসের রেকর্ড।

ফিল্ডিংয়ে নেমে নিউজিল্যান্ডের রাচিনও ক্যাচ মিস করেছেন। সব মিলিয়ে এই টুর্নামেন্টে তার ক্যাচ মিসের সংখ্যা ৫টি, যা এবারের আসরের সর্বোচ্চ।

দুবাইয়ের স্পিন বান্ধব পিচে দুই দলেই ছিল স্পিনারদের রাজত্ব। ম্যাচের বেশিরভাগ সময় তাই বোলিং করেছেন স্পিনাররাই। ফাইনালে দুই দলের স্পিনাররা সব মিলিয়ে বোলিং করেছেন ৭৩ ওভার। আইসিসির ওয়ানডে টুর্নামেন্টে এক ম্যাচে এটাই সর্বোচ্চ। এই ম্যাচ ছাড়িয়ে গেছে এবারের চ্যাম্পিয়নস ট্রফির ভারত-অস্ট্রেলিয়া সেমিফাইনালকে। সেই ম্যাচে দুই দলের স্পিনাররা করেছিলেন ৬৫.১ ওভার।

ফাইনালের জয়ে চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসে নিজেদের ২৩তম জয়ের দেখা পেয়েছে ভারত। সব মিলিয়ে ৩৪ ম্যাচ খেলে জয় ২৩ ম্যাচে, হার ৮টিতে, ফলাফল আসেনি ৩ ম্যাচে। টুর্নামেন্টের ইতিহাসে এটাই সর্বোচ্চ জয়।

বিজ্ঞাপন

এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত নিজেদের সব ম্যাচ খেলেছে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে। ফাইনাল ম্যাচ জেতার এই ভেন্যুতে টানা ১০ ম্যাচ জয়ের রেকর্ড গড়ল ভারত। এই জয়ে তারা ছুঁয়েছে ডানেডিনে টানা ১০ ম্যাচ অপরাজিত থাকা নিউজিল্যান্ডের রেকর্ডকে।

সবশেষ তিন আইসিসি টুর্নামেন্টে এটি ভারতের ২৩তম জয়। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ, ২০২৪ টি-২০ বিশ্বকাপ ও এবারে চ্যাম্পিয়নস ট্রফিতে মোট ২৪টি ম্যাচ খেলেছে ভারত। এর মাঝে শুধু ২০২৩ সালের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল রোহিত শর্মার দল।

সারাবাংলা/এফএম

চ্যাম্পিয়নস ট্রফি ফাইনাল ভারত-নিউজিল্যান্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর