Monday 10 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহে ট্রাকচাপায় নিহত ৩

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১০ মার্চ ২০২৫ ১৪:৫৯ | আপডেট: ১০ মার্চ ২০২৫ ১৫:০১

ট্রাকচাপায় দুমড়ে মুচড়ে গেছে সেই সিএনজিচালিত অটোরিকশা

ময়মনসিংহ: ময়মনসিংহ-শেরপুর সড়কে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন জন যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিন জন। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।

সোমবার (১০ মার্চ) ময়মনসিংহ-শেরপুর সড়কে ফুলপুরের চানপুর নামক স্থানে সকালে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হাদি।

তিনি জানান, ফুলপুরের ভাইটকান্দি থেকে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ফুলপুর বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিল। উপজেলার চাঁনপুর ব্রীজ এলাকায় আসতেই বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে সিএনজির তিন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন এবং অপর তিন জন আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে ফুলপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় এবং পরে অবস্থার অবনতি হলে তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ট্রাক ও ট্রাকচালককে এখনো শনাক্ত করা যায়নি। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সারাবাংলা/এসডব্লিউ

ট্রাকচাপায় নিহত ৩ সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর