Monday 10 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এক টাকায় মিলছে হাজার টাকার রোজার পণ্য

স্টাফ করেসপন্ডেন্ট
১০ মার্চ ২০২৫ ১৫:১৭ | আপডেট: ১০ মার্চ ২০২৫ ১৬:২৮

চট্টগ্রামে স্বেচ্ছাসেবী সংস্থা বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ‘এক টাকায় রোজার বাজার’ কর্মসূচি। ছবি: সারাবাংলা

চট্টগ্রাম ব্যুরো: দ্রব্যেমূল্যের ঊর্ধ্বগতির বাজারে মাত্র এক টাকায় মিলছে হাজার টাকার রোজার বাজার। অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্য। চট্টগ্রাম নগরীতে নামমাত্র মূল্যে ৫০০ পরিবারের হাতে রোজার বাজার তুলে দেয়ার এ উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংস্থা বিদ্যানন্দ ফাউন্ডেশন।

সোমবার (১০ মার্চ) সকালে নগরীর দুই নম্বর গেইট বিপ্লব উদ্যানে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সহায়তায় ‘এক টাকায় রোজার বাজার’ কর্মসূচির আয়োজন করা হয়। বাজারের উদ্বোধন করেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।

বিজ্ঞাপন

এদিন সকালে নগরীর বিভিন্ন এলাকা থেকে আগত নিম্ন আয়ের মানুষজন উৎসবমুখর পরিবেশে তাদের নিত্যপ্রয়োজনীয় পণ্য বাজার করেন। মাত্র এক টাকা দিয়ে তারা নিজেদের পছন্দে হাজার টাকার বাজার করার সুযোগ পেয়েছেন। এ বাজারে দেখা মিলেছে চাল, ছোলা, ডাল, তেল,‌ ডিমসহ ২১ রকমের পন্য যা একটি পরিপূর্ণ সুপারশপ।

পছন্দমতো বাজার করতে পেরে খুশি ক্রেতা। ছবি: সারাবাংলা

বাজারে এক কেজি চাল এক, এক কেজি ছোলা দুই, এক ডজন ডিম দুই, এক লিটার তেল চার ও একটি মুরগী ছয় টাকায় পাওয়া যাচ্ছে। এক টাকার কয়েন জমা নিয়ে দেওয়া হয় ২০ টাকার কুপন। সেই কুপন দিয়ে কেনাকাটা করেন সবাই। বাজারের পদ্ধতি বুঝিয়ে দিতে দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবীরা তাদের সহযোগিতা করেছেন।

বাজারে আসা ক্রেতাদের সাহায্য করছে সেচ্ছাসেবীরা। ছবি: সারাবাংলা

চসিক মেয়র ডা. শাহাদাত বলেন, ‘বিদ্যানন্দের আজ এই এক টাকায় রোজার বাজারে এসে আমার মনে হচ্ছে শায়েস্তা খার আমল ফিরে এসেছে। অভাবী মানুষজন এখান থেকে এক টাকা মূল্য পরিশোধ করে হাজার টাকার অধিক পন্য বাছাই করার স্বাধীনতা পাচ্ছে। এ আইডিয়া অভাবনীয় প্রশংসার দাবি রাখে। বিদ্যানন্দ থেকে দেখে যদি সমাজের অন্যান্য বিত্তবানেরা মানুষের পাশে এগিয়ে আসেন তাহলে এই রমজানে মানুষ কিছুটা হলেও স্বস্তি পাবেন বলে আমি বিশ্বাস করি।’

বিজ্ঞাপন

বিদ্যানন্দ ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের পরিচালক জামাল উদ্দিন বলেন, ‘রমজান মাসকে বলা হয় সহমর্মিতার মাস। কেননা এক মাসের রোজা পালনের মধ্যে দিয়ে একজন রোজাদার ক্ষুধার্ত মানুষের কষ্ট উপলব্ধি করতে সক্ষম হন। এর ফলে তার অন্তরে আর্তপীড়িত ও ব্যথিত মানবগোষ্ঠীর প্রতি সহমর্মিতা জাগে। রোজাদারের উচিত তার এ জাগ্রত সহানুভূতিকে কাজে লাগানো। বিদ্যানন্দ ফাউন্ডেশন ও তার স্বেচ্ছাসেবী দাতারা সে কাজটি বছরের পর বছর করে যাচ্ছে। আজ এ বাজারে ৫০০ দরিদ্র পরিবার এক টাকা দিয়ে কমপক্ষে এক হাজার টাকার নিত্যপণ্য কিনতে পেরেছেন, যা তাদের এ দুঃসময়ে একটু হলেও স্বস্তি নিয়ে আসবে বলে আমাদের বিশ্বাস।’

সারাবাংলা/আইসি/এনজে

এক টাকার বাজার কর্মসূচি বিদ্যানন্দ ফাউন্ডেশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর