Monday 10 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বনানীতে পোশাক শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, যান চলাচল স্বাভাবিক

স্টাফ করেসপন্ডেন্ট
১০ মার্চ ২০২৫ ১৫:১৯ | আপডেট: ১০ মার্চ ২০২৫ ১৬:২৮

সোমবার ভোরে বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় গাড়িচাপায় একজন নারী শ্রমিকের মৃত্যুতে সড়ক অবরোধ করেন পোশাক শ্রমিকরা। দুপুর দেড়টার দিকে অবরোধ প্রত্যাহার করা হয় – ছবি : সারাবাংলা

ঢাকা: প্রায় সাড়ে ৫ ঘণ্টা পর রাজধানীর বনানীতে অবরোধ প্রত্যাহার করেছেন পোশাক শ্রমিকরা।
সোমবার (১০ মার্চ) দুপুর দেড়টার পর আন্দোলন প্রত্যাহার করেন শ্রমিকরা। ফলে পুরো সড়কে ও এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

উল্লেখ্য, এদিন ভোর ৬টার দিকে বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় রাস্তা পারাপারের সময় গাড়িচাপায় নিহত হন মিনারা আক্তার নামে একজন নারী পোশাক শ্রমিক। এ ঘটনায় আহত হয়ে সুমাইয়া আক্তার নামে আরেকজন পোশাক শ্রমিক কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি আছেন।

বিজ্ঞাপন

এদিকে, দুর্ঘটনার পর ক্ষুব্ধ পোশাক শ্রমিকরা বনানীর প্রধান সড়ক ও এক্সপ্রেসওয়ে অবরোধ করেন। ফলে গুলশান, মহাখালী ও কাকলি এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুশিল ও শ্রমিক নেতারা বিচারের আশ্বস্ত করলে প্রায় সাড়ে ৫ ঘণ্টা পর তারা অবরোধ তুলে নেন।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরকার সারাবাংলাকে বলেন, ‘সকালে রাস্তা পার হতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। মিনারা আক্তার নামের এক নারী শ্রমিক নিহত হয়েছেন এবং সুমাইয়া আক্তার নামে আরেকজন আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। আনন্দোলনকারীদের বুঝিয়ে দুপুরে সড়ক থেকে তুলে দেওয়া হয়েছে। এখন যান চলাচল স্বাভাবিক আছে।’

সারাবাংলা/এমএইচ/আরএস

রাজপথ অবরোধ সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর