১৮২৭ কেন্দ্রে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়াবে ঢাকা দক্ষিণ
১০ মার্চ ২০২৫ ১৫:২৮ | আপডেট: ১০ মার্চ ২০২৫ ১৬:২৮
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সব কেন্দ্রে কেন্দ্রে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে সাংবাদিক ওরিয়েন্টেশন সভায়
ঢাকা: জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন আগামী ১৫ মার্চ। এ উপলক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ১ হাজার ৮২৭টি কেন্দ্রে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো হবে।
সোমবার (১০ মার্চ) সকালে ডিএসসিসির নগর ভবনে আয়োজিত কেন্দ্রীয় এ্যাডভোকেসি এবং সাংবাদিক ওরিয়েন্টেশন সভায় এ তথ্য জানানো হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ডিএসসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শিহাব উদ্দিন (অ.দা.)।
সভায় জানানো হয়, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় ৬-১১ মাস বয়সী ১ লাখ ১০ হাজার শিশুকে ১টি নীল রঙের ভিটামিন ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ৫ লাখ ৬০ হাজার শিশুকে ১টি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ১৫ মার্চ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ ক্যাম্পেইন চলবে।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশ সরকারের সরবরাহকৃত এই ভিটামিন ‘এ’ ক্যাপসুল বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র অনুমোদিত ল্যাবরেটরীতে পরীক্ষিত এবং শিশুর জন্য সম্পূর্ণ নিরাপদ। তাই গণমাধ্যমের সম্মানিত সাংবাদিকদের নিকট আবেদন জনগণকে গুজবে কান না দেওয়ার পরামর্শ দিয়ে নিজ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে নির্দিষ্ট কেন্দ্রে নিয়ে আসতে উৎসাহিত করুন।
সভায় আরও উপস্থিত ছিলেন- লাইন ডাইরেক্টর, জাতীয় পুষ্টি সেবা (এনএনএস), মহাখালী, ঢাকা-১২১২, পরিচালক (স্বাস্থ্য) ঢাকা বিভাগের প্রতিনিধি, বিভিন্ন হাসপাতালের পরিচালকের প্রতিনিধি, গালর্স গাইড, রোভার স্কাউট, রোটারী ক্লাবের প্রতিনিধি, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, ইউপিএইচসিএসডিপি, আবু মিয়া ডেভেলপমেন্ট সোসাইটি, মা ও শিশু উন্নয়ন সহযোগী সংস্থা, ব্লিস বাংলাদেশ ও এনএইচএসডিপি’র প্রতিনিধি, ইউনিসেফ এর প্রতিনিধি ও এসআইএমওগণ বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
সারাবাংলা/এমএইচ/এনজে
ক্যাম্পেইন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) ভিটামিন এ প্লাস