Monday 10 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁয় পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ মার্চ ২০২৫ ১৫:৪১ | আপডেট: ১০ মার্চ ২০২৫ ১৫:৪২

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পত্নীতলা, নওগাঁ

নওগাঁ: নওগাঁর পত্নীতলায় পিকআপের ধাক্কায় আব্দুর করিম (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় পলাশ নামে আরেকজন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১০ মার্চ) সকাল ১১টার দিকে নজিপুর পৌরসভার কাল্লাকাটি (পুঁইয়া) মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর করিম যুগীবাড়ি রঘুনাথপুর গ্রামের এনাদুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, একটি দ্রুতগতির পিকআপ মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটসাইকেলে দুই আরোহী রাস্তায় ছিটকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে আব্দুর করিমকে কতর্ব্যরত চিকিসৎক মৃত ঘোষনা করে। আর পলাশের অবস্থা আশঙ্কাজনক হওযায় রাজশাহী মেডিকেলে পাঠানো হয়। এ ঘটনার পর পিকআপ রেখেই পালিয়ে যায় চালক।

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) এনায়েতুর রহমান জানান, দুর্ঘটনা কবলিত পিকআপটি আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সারাবাংলা/এনজে

আরোহী নিহত সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর