সাবেক এমপি’র বাসা দখল: ‘সমন্বয়ক’ মিষ্টির ৪ দিনের রিমান্ড
১০ মার্চ ২০২৫ ১৬:১০ | আপডেট: ১০ মার্চ ২০২৫ ১৮:০০
টাঙ্গাইল: টাঙ্গাইলের সাবেক এমপির বাসা দখলের ঘটনায় গ্রেফতার হওয়া সেই নারী ‘সমন্বয়ক’ মারিয়াম মোকাদ্দেস মিষ্টির চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (১০ মার্চ) দুপুরে টাঙ্গাইলের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম মাহবুব খান রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সকালে টাঙ্গাইল সদর থানা পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করে তাকে আদালতে পাঠায়।
রোববার (৯ মার্চ) ১২টার দিকে টাঙ্গাইল শহরের কাগমারা এলাকায় তার বাসা থেকে মিষ্টিকে গ্রেফতার করে পুলিশ। রাতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য জোয়াহেরুল ইসলামের স্ত্রী রওশন আরা খান বাদি হয়ে মিষ্টির নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৯ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলায় দখল, ভাঙচুর ও চাঁদাবাজির অভিযোগ আনা হয়েছে।
আরও পড়ুন :
সাবেক এমপি’র বাসা দখল: ক্ষমা চেয়ে ছাড়া পেলেন ‘সমন্বয়ক’ মিষ্টি
সমন্বয়ক পরিচয়ে সাবেক এমপির বাসা দখল করে ‘পাগলের আশ্রম’
শনিবার (৮ মার্চ) সকালে জোয়াহেরুল ইসলামের বাসার তালা ভেঙে ১৭ জন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে নিয়ে ভবনে প্রবেশ করেন ছাত্র সমন্বয়ক মারিয়াম মোকাদ্দেস মিষ্টি। সেখানে তিনি মানসিক ভারসাম্যহীনদের জন্য আশ্রম তৈরির ঘোষণা দেন। বিষয়টি ছড়িয়ে পড়লে টাঙ্গাইলজুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।
বিষয়টি নজরে আসার পর শনিবার রাত সাড়ে ১০টার দিকে প্রশাসন নড়েচড়ে বসে। পরে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন শরিফের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে বাড়িটি দখলমুক্ত করে।
সারাবাংলা/এসআর
টাঙ্গাইল মারিয়াম মোকাদ্দেস মিষ্টি রিমান্ডে সাবেক এমপির বাসা দখল