Monday 10 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারী নির্যাতন প্রতিরোধে হটলাইন চালু

স্টাফ করেসপন্ডেন্ট
১০ মার্চ ২০২৫ ১৬:২৫ | আপডেট: ১০ মার্চ ২০২৫ ১৮:০০

ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: নারী নির্যাতন প্রতিরোধে হটলাইন সেবা চালু করেছে পুলিশ হেডকোয়ার্টার্স। দেশের যেকোনো স্থানে নারী নির্যাতনের ঘটনা ঘটলে এই হটলাইন নম্বরে অভিযোগ দেওয়া যাবে।

সোমবার (১০ মার্চ) দুপুরে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নারী নির্যাতন, নারীর প্রতি আক্রমণাত্মক ভঙ্গি, কটূক্তি, ইভ টিজিং, হেনস্থা, যৌন হয়রানী বিষয়ে কার্যকরী ব্যবস্থা নিতে পুলিশ হেডকোয়ার্টার্স হটলাইন সেবা চালু করেছে।

হটলাইন নম্বরগুলো হলো- ০১৩২০০০২০০১, ০১৩২০০০২০০২, ০১৩২০০০২২২২। নম্বরগুলো ২৪ ঘণ্টা চালু থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সাইবার অপরাধের শিকার নারীদেরকে আইনি সেবা ও সুরক্ষা প্রদানে পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন ফেসবুক পেজ পূর্বের মতই চালু রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বাংলাদেশ পুলিশ দেশের আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনের পাশাপাশি নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে। নারী ও শিশু নির্যাতনকারীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণে বাংলাদেশ পুলিশ অঙ্গীকারাবদ্ধ।

সারাবাংলা/এমএইচ/এইচআই

নারী নির্যাতন বাংলাদেশ পুলিশ হটলাইন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর