Monday 10 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘নির্বাচন বিলম্বিত করা মানে ফ্যাসিবাদের প্রেতাত্মাদের সহযোগিতা করা’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ মার্চ ২০২৫ ১৬:৫৭

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু

টাঙ্গাইল: বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র চলছে। যারা নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছেন তারা ফ্যাসিবাদের প্রেতাত্মাদের সহযোগিতা করছেন।

সোমবার (১০ মার্চ) দুপুরে শহরের একটি কমিউনিটি সেন্টারে টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও মুক্তিযুদ্ধকালীন কোম্পানী কমান্ডার হাবিবুল হক খান বেনুর স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘ফ্যাসিবাদের প্রেতাত্মারা বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে আছে। তারা দেশকে অস্থিতিশীল করে ঘোলাপানিতে মাছ শিকারের চেষ্টায় লিপ্ত রয়েছে। কাজেই নির্বাচনের রোডম্যাপ যত তাড়াতাড়ি ঘোষণা করা হবে ততই দেশের জন্য মঙ্গল হবে।’

সম্প্রতি শিশু আছিয়া ধর্ষণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে টুকু বলেন, অন্তর্বর্তী সরকার আইনশৃঙ্খলা পরিস্থিত নিয়ন্ত্রণ করতে পারছেনা। নির্বাচিত সরকার ছাড়া আইনশৃঙ্খলা পরিসিস্থতি নিয়ন্ত্রণ সম্ভব নয়। তাই নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হলেই দেশের জন্য মঙ্গল।

হাবিবুল হক খান বেনু স্মৃতি সংসদের সভাপতি মাহমুদুল হক সানুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, বিএনপি নেতা সাদেকুল আলম খোকা, আশরাফ পাহেলী, শফিকুর রহমান খান, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম, আজগর আলী, তাঁতী দলের শাহআলম প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি।

সারাবাংলা/এসআর

টাঙ্গাইল বিএনপি বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর