Monday 10 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাঙ্গামাটিতে ৩ দোকানিকে ভোক্তা আইনে জরিমানা

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
১০ মার্চ ২০২৫ ১৬:৪১

অভিযান চালিয়ে তিন দোকানিকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর

রাঙ্গামাটি: জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া বাজারে অভিযান চালিয়ে তিন দোকানিকে ছয় হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। সোমবার (১০ মার্চ) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক রানা দেব নাথ এ অভিযান করেন।

জানা গেছে, অভিযানে বাঙ্গালহালিয়া বাজারের গাউছিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর খাবার রাখায় ভোক্তা অধিকার আইন ২০০৯ (ক) ৪৩ ধারাই এক হাজার টাকা, ২০ টাকা দামের কাপ দইয়ে মেয়াদের তারিখ না থাকা ও দোকানের ফ্রিজে অন্য ওষুধের দোকানের মেডিসিন রাখায় মাতৃভান্ডার কুলিং কর্নারকে ভোক্তা অধিকার আইন ২০০৯ (ক) ৩৭ ধারায় দুই হাজার টাকা এবং কাপড়ের রং (টেক্সটাইল ডাইং) বিক্রি করায় ভোক্তা অধিকার আইন ২০০৯ (ক) ৪৫ ধারায় মুদি দোকান আজিজ স্টোরকে তিন হাজার টাকাসহ তিন দোকানিকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়।

বিজ্ঞাপন

অভিযান পরিচালনাকালে রাজস্থলী উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মো. নুরুল আমিনসহ বাঙ্গালহালিয়া পুলিশ ক্যাম্পের পুলিশ সদস্য ও বাজার পরিচালনা কমিটির ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর রাঙ্গামাটি জেলার সহকারী পরিচালক রানা দেবনাথ বলেন, ‘বাঙ্গালহালিয়া বাজারের সকল দোকানিকে প্রথমবারের মতো সতর্ক করা হয়েছে। মেয়াদোত্তীর্ণ পণ্য এবং অস্বাস্থ্যকর খাবার না রাখার নির্দেশনা দেওয়া হবে। অভিযান অব্যাহত থাকবে।

সারাবাংলা/এইচআই

বাজারে অভিযান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর রাঙ্গামাটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর