Monday 10 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ মার্চ ২০২৫ ১৬:৫৮

বান্দরবান নার্সিং কলেজের সামনে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

বান্দরবান: দেশব্যাপী নারীদের প্রতি সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধন করেছে বান্দরবান নার্সিং কলেজের স্টুডেন্ট ওয়েলফেয়ার অরগানাইজেশান।

সোমবার (১০ মার্চ) দুপুরে বান্দরবান নার্সিং কলেজের সামনে থেকে একটি প্রতিবাদ মিছিল বের করে নার্সিং কলেজের স্টুডেন্ট ওয়েলফেয়ার অরগানাইজেশান শিক্ষাথীরা বান্দরবানের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে জড়ো হয়।

বিজ্ঞাপন

পরে দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশুসহ সবার ন্যায় বিচার নিশ্চিত করা, নারীদের ঘরে বাইরে নিরাপত্তা আরো জোরদার করা এবং ধর্ষণকারীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়ে শিক্ষার্থীরা শ্লোগান দিতে থাকে।

বান্দরবান নার্সিং কলেজের স্টুডেন্ট ওয়েলফেয়ার অরগানাইজেশান এর সভাপতি আল মঈন মৃদুল, সহ সভাপতি ইরা, সাধারণ সম্পাদক আল আামিন সহ বান্দরবান নাসিং কলেজের বিভিন্ন শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এনজে

ধর্ষণ প্রতিবাদ মানববন্ধন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর