Monday 10 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় ২ পুলিশ হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ মার্চ ২০২৫ ১৭:১৬ | আপডেট: ১০ মার্চ ২০২৫ ১৭:৩৩

গ্রেফতারকৃত ইয়ারুল শেখ

কুষ্টিয়া: কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহে পুলিশ হত্যা মামলার প্রধান আসামি ইয়ারুল শেখকে আটক করেছে পুলিশ। সোমবার (১০ মার্চ) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বের কালোয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ইয়ারুল শেখ উপজেলার কয়া ইউনিয়নের বের কালোয়া এলাকায় মৃত বদর উদ্দিনের ছেলে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বিষয়টি নিশ্চিত করে জানান, ইয়ারুল শেখ দুই পুলিশ হত্যা মামলার প্রধান আসামি। এছাড়াও তার বিরুদ্ধে নাশকতাসহ পাঁচটি মামলা রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

প্রসঙ্গত, গত বছর ২৮শে অক্টোবর কুমারখালী থানার এএসআই সদরুল আলম ও এএসআই মুকুল অভিযানে পদ্মা নদীতে গেলে ইয়ারুল শেখের নেতৃত্বে তাদের পিটিয়ে হত্যা করে পানিতে ফেলে দেওয়া হয়। এ ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

সারাবাংলা/এসআর

২ পুলিশ হত্যা আসামি গ্রেফতার কুষ্টিয়া পুলিশ হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর