Monday 10 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধর্ষণের বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ মার্চ ২০২৫ ১৭:১৪

জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের মানববন্ধন কর্মসূচি

ঢাকা: ধর্ষণের বিচার নিশ্চিতের লক্ষ্যে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়েছে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের নেতারা ।

সোমাবার (১০ মার্চ) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে তারা এ দাবি জানান। দ্রুত সময়ে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি এবং পুরুষকে ‘অদম্য নারী’র পুরস্কার দিয়ে নারী জাতির অবমাননার প্রতিবাদে এ মানববন্ধন আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তবারা বলেন, ‘দেশে নারী সমাজের নিরাপত্তা নিয়ে আজ সব মহল উদ্বিগ্ন। নারীর প্রতি সহিংসতা রোধে কার্যকর পদক্ষেপ আমরা অতীতে দেখিনি, বর্তমানেও দেখছি না। ইসলামী শরীয়াহ মোতাবেক যিনা-ব্যভিচার ও ধর্ষণের শাস্তি নিশ্চিত করা গেলে এবং তা প্রকাশ্যে কার্যকর করলে দেশে নারীর প্রতি সহিংসতা বন্ধ হয়ে যাবে। তাই ধর্ষণের বিচার নিশ্চিত করতে দ্রুততম সময়ে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করার বিধান রেখে প্রজ্ঞাপন জারি করতে হবে।’

তারা বলেন, ‘গত ০৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে সমাজ উন্নয়নে অবদানের জন্য মুহিনকে (মোহনা) ‘অদম্য নারী পুরস্কার দেওয়া হয়েছে। যিনি জন্মগতভাবে একজন পুরুষ ও রূপান্তরের মাধ্যমে নিজেকে নারী দাবি করেন। অথচ দেশে হাজারো নারী সামাজিক, পারিবারিক রাষ্ট্রীয় ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। একজন রূপান্তরকামীকে পুরস্কৃত করার মাধ্যমে এ দেশের কোটি কোটি নারীকে অসম্মান করা হয়েছে।’

বক্তারা বলেন, ‘জেন্ডার সমতার নামে দেশে যে সমাজ ও ধর্মবিদ্বেষী মতবাদকে উৎসাহিত করা হচ্ছে, তার পরিণাম ভালো হবে না। একজন ট্রান্সজেন্ডারকে নারী পুরস্কার দিয়ে সরকার এ দেশের ধর্মপ্রাণ মানুষের বিরুদ্ধেই অবস্থান নিয়েছে।’

বিজ্ঞাপন

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সভাপতি মাওলানা নূরুল হুদা ফয়েজীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করীম আবরার, মুফতি শামসুদ্দোহা আশরাফী, মুফতি লুৎফুর রহমান ফরায়জী, মুফতি মোস্তফা কামাল, মাওলানা লোকমান হোসেন জাফরী, মুহাম্মদ রফিকুল ইসলাম, মাওলানা কামালুদ্দীন সিরাজ, মুফতি ওমর ফারুক ইবরাহীমি, মুফতি আবদুল আজীজ কাসেমী, মুফতি শাহজাহান আল হাবীবী ও মুফতি ফরিদুল ইসলাম প্রমুখ।

সারাবাংলা/এজেড/এইচআই

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ধর্ষণের বিচার বিশেষ ট্রাইব্যুনাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর