Thursday 28 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইতিহাসে আজ : ২৩ জুন


২৩ জুন ২০১৮ ০৯:৩৭

।। বিচিত্রা ডেস্ক।।

আমাদের আবাসস্থল পৃথিবী, নীল গ্রহের দিনগুলোর ইতিহাস নিয়ে সারাবাংলার ধারাবাহিক আয়োজন ‘কালের ক্যালেন্ডার’। ঠিক কখন পৃথিবীর সৃষ্টি? একেবারে শুরুর কোনো পাথর টিকে নেই, তাই সঠিক করে বলা যায় না। তবে ধারণা করা হয় সৌরজগৎ সৃষ্টির মোটামুটি ১০০ মিলিয়ন বছর পর একগুচ্ছ সংঘর্ষের ফল আজকের পৃথিবী। আজ থেকে ৪.৫৪ বিলিয়ন বছর আগে পৃথিবী নামের গ্রহটি আকৃতি পায়, পায় লোহার একটি কেন্দ্র ও একটি বায়ুমণ্ডল।

বিজ্ঞাপন

মানুষের ইতিহাস শুরু হয় আরো পরে। মূলত পুর্ব প্রস্তর যুগে পৃথিবীতে মানুষ নামে প্রাণের আবির্ভাব। সেই আদিম যুগ থেকে পাওয়া সব প্রত্নতাত্ত্বিক দলিলে জানা যায়, প্রায় দুই লাখ বছর আগে আধুনিক হোমো স্যাপিয়েন্সরা মাথাচাড়া দিয়ে ওঠেছিল। সেখান থেকে সভ্যতা আস্তে আস্তে এগুতে থাকে। সময়ের সঙ্গে উৎকর্ষের সীমায় পৌঁছে এই মানুষরা। চালু হয় কালের দিনলিপি ক্যালেন্ডার। ৩৬৫ দিনের বছরে কালের আবর্তনে ঘুরে ফিরে আসে এই দিনগুলোই। দিনগুলো যেন পৃথিবীর ইতিহাস লুকিয়ে রেখেছে নিজের বুকে।
ইতিহাস ঘেটে দেখা যায় বছরের প্রতিটি দিনে ঘটেছে অনেক উল্লেখযোগ্য ঘটনা। ইতিহাসের এই দিনে কৌতুহলউদ্দীপক, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু ও উল্লেখযোগ্য ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়ে এই আয়োজন। চলুন এক নজরে দেখে নিই ইতিহাসের এই দিনে কি কি ঘটেছিল-

জন্মদিন
১৯১২ – অ্যালান টুরিং, ইংরেজ গণিতবিদ, যুক্তিবিদ ও ক্রিপ্টোবিশেষজ্ঞ।
১৯১৬ – লেন হাটন, ইংরেজ ক্রিকেটার।
১৯২২ – সফিউদ্দিন আহমেদ, বাংলাদেশী প্রখ্যাত চিত্রশিল্পী।
১৯৩৬ – সিরাজুল ইসলাম চৌধুরী, একজন বাংলাদেশী লেখক, প্রাবন্ধিক ও শিক্ষক।
১৯৪০ – মাইক শ্রিম্পটন, নিউজিল্যান্ডীয় ক্রিকেটার ও কোচ।
১৯৭২ – জিনেদিন জিদান, ফরাসি ফুটবল খেলোয়াড়।

বিজ্ঞাপন

মৃত্যুদিন
১৯৮০ – ভারতীয় রাজনীতিবিদ সঞ্জয় গান্ধী।

উল্লেখযোগ্য ঘটনা
১৭৫৭ – পলাশীর যুদ্ধ সংঘঠিত হয়।
১৭৯৪ – রাশিয়ার সম্রাজ্ঞী দ্বিতীয় ক্যাথরিন ইহুদিদের কিয়েভে বসতি স্থাপনের অনুমতি দেন।
১৯০২ – মার্সিডিজ গাড়ির ব্র্যান্ড নিবন্ধিত হয়।
১৯৮৫ – এয়ার ইন্ডিয়ার প্লেন ৩২৯ জন যাত্রী নিয়ে আয়ারল্যান্ডে বিধ্বস্ত হয়।
১৯৯৮ – বঙ্গবন্ধু সেতু চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

সারাবাংলা/এমএইচ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর