হিলিতে ‘জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস’ পালিত
১০ মার্চ ২০২৫ ১৭:৪২
দিনাজপুর: ‘দুর্যোগের পূর্বাভাস প্রস্ততি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা কর্মসূচির মধ্যে দিয়ে দিনাজপুরের হিলিতে ‘জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৫’ পালিত হয়েছে।
সোমবার (১০ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিস সদস্যদের আয়োজনে দূর্যোগ প্রস্তুতি ও অগ্নিকাণ্ড প্রতিরোধে মহড়া প্রদর্শন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সুজন মিয়া, হাকিমপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবুল কাশেম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শামসুল আলম, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মো. মেজবাহুর রহমান, পল্লী উন্নয়ন অফিসার মো. গোলাম রব্বানী, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সা. সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোস্তফা হোসেন, হিলি প্রেসক্লাবের সভাপতি মো. গোলাম রব্বানী, বিভিন্ন দফতরের কর্মকর্তা সহ আরও অনেকে।
আলোচনা সভায় বক্তারা জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে দুর্যোগ প্রস্তুতি, প্রশমন ও দুর্যোগকালীন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। সেই সাথে হাট-বাজার ও জনবসতি এলাকায় সচেতনতা বৃদ্ধির লক্ষে ফায়ার সার্ভিস কর্মীদের বিভিন্ন মহড়া প্রদর্শনের আহবান জানান বক্তারা।
সারাবাংলা/এনজে