বিএসইসির নির্বাহী পরিচালক মাহবুবুল আলমের পদত্যাগ
১০ মার্চ ২০২৫ ১৭:৫০ | আপডেট: ১০ মার্চ ২০২৫ ১৮:৩৫
ঢাকা: পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক মাহবুবুল আলম পদত্যাগ করেছেন।
সোমবার (১০ মার্চ) বিএসইসিতে পদত্যাগপত্র জমা দেন তিনি। সংস্থাটির নির্ভরযোগ্য একাধিক সূত্র সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে মাহবুবুল আলমের পদত্যাগপত্রের একটি কপি সারাবাংলার হাতে এসেছে। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করছেন বলে পত্রে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া, ১০ মার্চ থেকে পদত্যাগের আবেদনটি গ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছেন মাহবুবুল আলম।
জানা গেছে, গত ৫ মার্চ বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদসহ তিন কমিশনারের পদত্যাগ দাবি করেন সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা। এমনকি তারা চেয়ারম্যানসহ তিন কমিশনারকে দীর্ঘ চার ঘণ্টা অবরোধ করে রাখেন।
পরবর্তী সময়ে বিএসইসির চেয়ারম্যানের সঙ্গে বৈঠকের পর পদত্যাগের দাবি থেকে সরে এসেছেন কর্মকর্তা-কর্মচারীরা। বিএসইসি অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শনিবার (৮ মার্চ) রাতে কর্মকর্তা-কর্মচারীদের কাজে ফেরার অনুরোধ জানানো হয়। এই অনুরোধের পরিপ্রেক্ষিতে রোববার (৯ মার্চ) সকাল থেকে কাজে যোগ দিয়েছেন বিএসইসির কর্মকর্তা-কর্মচারীরা। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিএসইসি কার্যালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছেন।
প্রসঙ্গত, গত বুধবার (৫ মার্চ) বিএসইসির চেয়ারম্যান ও কমিশনারদের অবরুদ্ধ করে দাবি আদায়ের চেষ্টা করেন সেখানকার কর্মকর্তা–কর্মচারীরা। এক পর্যায়ে তারা কমিশনের মূল ফটকে তালা দেন; সিসি ক্যামেরা, ওয়াই-ফাই, লিফট বন্ধ করে দেন এবং বৈদ্যুতিক সংযোগ বন্ধ করে মারাত্মক অরাজকতা ও ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে গুরুতর জখমের প্রচেষ্টা করেন। পরে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের উদ্ধার করেন।
উল্লেখ্য, এ ঘটনার পরিপ্রেক্ষিতে বিএসইসির ১৬ কর্মকর্তা-কর্মচারীর নামে একটি মামলা হয়েছে। ওই মামলার ২ নম্বর আসামি নির্বাহী পরিচালক মাহবুবুল আলম।
সারাবাংলা/জিএস/পিটিএম