এনআইডিতে ডাকনাম ও একাধিক স্ত্রীর নাম যুক্ত করা যাবে
১০ মার্চ ২০২৫ ১৭:৫৬
ঢাকা: এখন থেকে জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) ডাকনাম ও একাধিক স্ত্রীর নাম সংযুক্ত করার কথা ভাবছে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ (এনআইডি)।
সোমবার (১০ মার্চ) জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর সারাবাংলাকে এ তথ্য জানান।
তিনি বলেন, ‘এ বিষয়ে কোনো নীতিগত সিদ্ধান্ত হয়নি। কমিশন বৈঠকে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে।’
এনআইডি ডিজি বলেন, ‘আমরা দেখেছি, আমাদের দেশে অনেকের একাধিক ডাকনাম থাকে। অনেকের আবার একাধিক স্ত্রীও থাকেন। আমরা যদি দুই নম্বর ফরমে ডাক নাম ও একাধিক স্ত্রীদের নাম যদি আগেই সংরক্ষণ করে নেই তাহলে ভবিষ্যতে ওই সমস্যা আর থাকবে না।’
এ এস এম হুমায়ুন কবীর আরও বলেন, ‘এ দুইটি বিষয় ছাড়াও যাদের বাড়ি-ঘর পানিতে ডুবে যায়, তাদের স্থায়ী ঠিকানার বিষয় নিয়েও আলোচনা হয়েছে। তবে কোনো বিষয়েই চূড়ান্তভাবে সিদ্ধান্ত হয়নি।’
সারাবাংলা/এনএল/এইচআই
একাধিক স্ত্রীর নাম এনআইডি জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ ডাকনাম