Monday 10 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খাগড়াছড়িতে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে গ্রেফতার ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ মার্চ ২০২৫ ১৮:০৮

অপহরণের অভিযোগে গ্রেফতার চারজন।

খাগড়াছড়ি: খাগড়াছড়ির দীঘিনালায় ৮ জনকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে নারীসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৯ মার্চ) রাতে দীঘিনালার উপজেলার ২নং বোয়ালখালী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড পশ্চিম কাঠালতলী (চিটিং টিলা) এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারীদের গ্রেফতার করা হয়।

দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকারিয়া জানান, রাজশাহীর পুঠিয়া থানার বাসিন্দা মো. খলিলুর রহমানসহ ৮ বন্ধু সাজেক ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে ২ মার্চ খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা হয়। ৩ মার্চ তারা খাগড়াছড়ি থেকে সাজেক যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়।

খাগড়াছড়ি হতে সাজেক যাওয়ার পথে দীঘিনালার নয় মাইল এলাকায় সকাল সাড়ে দশটায় পৌঁছালে অপহরণকারী বেলাল ও আজিবুর রহমান গাড়ির গতিরোধ করে অপহরণের উদ্দেশ্যে তাদেরকে পাশ্ববর্তী একটি আমবাগানে নিয়ে যায়।

ওসি মো. জাকারিয়া বলেন, এ সময় তাদেরকে সারারাত আটকে রেখে বিশ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে বিভিন্ন অ্যাকাউন্টের মাধ্যমে মোট ৭ লক্ষ ২০ হাজার টাকা মুক্তিপণ আদায় করে এবং চেকে স্বাক্ষর রেখে ভয়ভীতি দেখিয়ে ছেড়ে দেয় । এ বিষয়ে খবর পেয়ে রোববার (৯ মার্চ) রাতে অভিযান শুরু করি।

অপহারণের শিকার পর্যটকদের তথ্য মতে পুলিশ অভিযান চালিয়ে বেলাল, আজিবুর রহমান, সহিদুল, সুফিয়া বেগমকে উপজেলার ২নং বোয়ালখালী ইউনিয়নের পশ্চিম কাঠালতলী (সিটিং টিলা)সহ বিভিন্ন জায়গায় থেকে একটি দেশীয় দা সহ আটক করা হয় বলে জানান ওসি।

এই ঘটনায় গ্রেফতার ৪ জনসহ ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫-৬ কে আসামি করে অপহরণের শিকার মো. খলিলুর রহমান বাদী হয়ে দীঘিনালা থানায় একটি মামলা করেন।

বিজ্ঞাপন

পুলিশ জানায় গ্রেফতাররা অপহরণের দায় প্রাথমিকভাবে স্বীকার করে জবানবন্দি দিয়েছে। তাদের নামে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। সোমবার (১০ মার্চ) দুপুরে আটকদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সারাবাংলা/এনজে

অপহরণ গ্রেফতার মুক্তিপণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর