Monday 10 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লালমাটিয়ায় তরুণীকে প্রকাশ্যে ধুমপান নিয়ে হেনস্তাকারী ব্যক্তি পুলিশ হেফাজতে

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ মার্চ ২০২৫ ১৮:৪৫

ঢাকা: রাজধানীর লালমাটিয়ায় চায়ের দোকানে ধূমপান করাকে কেন্দ্র করে দুই তরুণীকে লাঞ্ছিত করার অভিযোগে রিংকু নামের এক ব্যক্তিকে হেফাজতে নিয়েছে পুলিশ।

রোববার (৯ মার্চ) রাতে লালমাটিয়া এলাকা থেকে রিংকুকে আটক করে হেফাজতে নেওয়া হয়। সোমবার (১০ মার্চ) বিকেলে পুলিশের তেজগাঁও বিভাগের উপ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে সোমবার (১০ মার্চ) সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে লিখেছেন, ‘লালমাটিয়ার উত্ত্যক্তকারী রিংকুকে গতকাল রাতে গ্রেফতার করা হয়েছে।’

তবে পুলিশ বলছে, রিংকুকে গ্রেফতার নয়, হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

প্রসঙ্গত, ১ মার্চ লালমাটিয়ায় ফুটপাতের একটি দোকানে দুই তরুণীর প্রকাশ্যে ধুমপান করা নিয়ে এক ব্যক্তি আপত্তি তোলেন। এক পর্যায়ে উভয়ের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হন। একপর্যায়ে রিংকু নামের একজন ব্যক্তি তরুণীদের সঙ্গে দুর্ব্যবহার ও শারীরিক লাঞ্ছনার চেষ্টা করেন বলে অভিযোগ করেন ওই তরুণীরা।

সারাবাংলা/ইউজে/এনজে

তরুণী প্রকাশ্যে ধূমপান লালমাটিয়া হেনস্তা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর